Ravindra Jadeja

Ravindra Jadeja: ব্যাটে-বলে বিরল কৃতিত্ব, ৬০ বছর পরে নজির গড়লেন জাডেজা

ভারতীয়রা ছাড়া এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ও গ্যারি সোবার্স ও পাকিস্তানের মুস্তাক মহম্মদ। তবে সোবার্সের পরে জাডেজা হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি করে দেখিয়েছেন। বাকিরা করেছিলেন দ্বিতীয় ইনিংসে।   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৫:১০
Share:

বড় নজির জাডেজার ছবি: টুইটার

শনিবার যদি ব্যাট হাতে দিনটা তাঁর হয় তা হলে রবিবার বল হাতে শাসন করলেন তিনি। মোহালি টেস্ট নিজের নামে করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সেই সঙ্গে ৬০ বছর পরে ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন জাডেজা। তৃতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

প্রথম ইনিংসে ১৭৫ রান করেন জাডেজা। অধিনায়ক রোহিত শর্মা ডিক্লেয়ার করায় অপরাজিত থেকে যান তিনি। তার পরে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বল হাতে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। পর পর দু’বলে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্ডো ও লাহিরু কুমারাকে আউট করে পাঁচ বছর পরে ফের টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।

একই টেস্টে দেড়শোর বেশি রান ও পাঁচ উইকেটের কৃতিত্ব এর আগে রয়েছে দুই ভারতীয় ক্রিকেটারের। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিনু মাঁকর এক টেস্টে ১৮৪ রান ও বল হাতে ১৯৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। তার ১০ বছর পরে পলি উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্টে ১৭২ রান ও ১০৭ রান দিয়ে ৫ উইকেট নেন। জাডেজা এই তালিকায় তৃতীয় বোলার হলেন।

Advertisement

ভারতীয়রা ছাড়া এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ও গ্যারি সোবার্স ও পাকিস্তানের মুস্তাক মহম্মদ। তবে সোবার্সের পরে জাডেজা হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি করে দেখিয়েছেন। বাকিরা করেছিলেন দ্বিতীয় ইনিংসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন