IPL 2025

কোহলির ব্যাগ থেকে সুগন্ধি ‘চুরি’ ১৯ বছরের ক্রিকেটারের! ইডেনের সাজঘরে কাণ্ড দেখে অবাক সতীর্থেরা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাজঘরে ঘটল বিরাট কাণ্ড। বিরাট কোহলিকে না জানিয়ে তাঁর ব্যাগ খুলে সুগন্ধি তুলে নিলেন সতীর্থ। দেখে তাঁকে কী বললেন কোহলি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৪৩
Share:

বিরাট কোহলি। সতীর্থের কাণ্ড দেখে অবাক হয়ে যান তিনি। ছবি: সমাজমাধ্যম।

স্বস্তিক চিকারাকে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সতীর্থেরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাজঘরে বিরাট কাণ্ড ঘটালেন তিনি। বিরাট কোহলিকে না জানিয়ে তাঁর ব্যাগ খুলে সুগন্ধি তুলে নিলেন স্বস্তিক। দেখে তাঁকে কী বললেন কোহলি?

Advertisement

আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে বেঙ্গালুরু। ম্যাচ শেষে ইডেন গার্ডেন্সের সাজঘরে বসেছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটারেরা। ঠিক তখনই ঘটে সেই ঘটনা। কাউকে না জানিয়ে কোহলির ব্যাগ খোলেন স্বস্তিক। সেখান থেকে সুগন্ধি তুলে নেন তিনি। তার পরে সেটি গায়েও মাখেন।

স্বস্তিকের কাণ্ড দেখে রজত পাটীদার-সহ দলের বাকিরা অবাক হয়ে যান। তাঁরা এই তরুণ ক্রিকেটারের সাহস দেখে অবাক হয়ে যান। বিশেষ করে যখন সেখানে কোহলি নিজেই বসে রয়েছেন, সেখানে তাঁর সামনে এই কাজ করা সহজ নয়। স্বস্তিক অবশ্য সে সব ভাবেননি। ১৯ বছরের ক্রিকেটার কোহলির সুগন্ধি ব্যবহার করে ফেলেন। কোহলিও তা দেখে অবাক হয়ে যান।

Advertisement

পরে সেই ঘটনার কথা জানিয়েছেন যশ দয়াল। বেঙ্গালুরুর ক্রিকেটার বলেন, “আমরা খেলাশেষে সাজঘরে বসেছিলাম। স্বস্তিক সোজা কোহলির ব্যাগের কাছে গেল। ব্যাগ খুলে সুগন্ধি তুলে নিল। কাউকে জিজ্ঞাসা না করে তা গায়ে মেখেও নিল। সকলে এই দৃশ্য দেখে হাসতে শুরু করে। তাতে অবশ্য ওর কিছু যায়-আসেনি।”

স্বস্তিক জানিয়েছেন, এই ঘটনার পর কোহলির সঙ্গে তাঁর কথাও হয়েছে। তিনি বলেন, “বিরাটভাই তো সকলে আমাদের বড় দাদা। তাই না? তাই আমি দেখতে গিয়েছিলাম ওর সুগন্ধির গন্ধ কতটা ভাল। তাই গায়ে মেখেছি। বিরাটভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, গন্ধটা কেমন? আমি বলি, খুব ভাল। সেটা বোঝার জন্যই মেখেছি। বিরাটভাই সেটা শুনে হাসে।”

উত্তর প্রদেশের এই তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খুব বেশি ম্যাচ না খেললেও ইউপি টি২০ লিগে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন। সেই কারণেই ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে বেঙ্গালুরু। গত বার ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে এখনও পর্যন্ত আইপিএলে খেলতে দেখা যায়নি তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement