স্মৃতি মন্ধানা। ছবি: এক্স।
হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে মহিলাদের আইপিএল শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সবটাই ভাল হয়নি স্মৃতি মন্ধানার দলের। চোটের জন্য দু’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন দলের এক জোরে বোলার।
নাদিন ডি ক্লার্কের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে হরমনপ্রীত কৌরদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পুরোপুরি উপভোগ করতে পারছেন না আরসিবির ক্রিকেটারেরা। হ্যামস্ট্রিংয়ের চোটে দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন পূজা বস্ত্রকর। জাতীয় দলের সতীর্থের চোট মন্ধানার দলের বোলিং আক্রমণকে কিছুটা হলেও দুর্বল করবে। উল্লেখ্য, কিছু দিন আগে চোট সারিয়ে মাঠে ফিরেছেন বস্ত্রকর।
শনিবার ম্যাচের পর বেঙ্গালুরুর কোচ মালোলান রঙ্গরাজন বলেছেন, ‘‘পূজা বস্ত্রকর খেলার মতো অবস্থায় নেই। দু’সপ্তাহ আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়া পেয়েছিল। কাঁধের চোট সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে আবার ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আগামী দু’সপ্তাহ ওকে আমরা পাব না।’’
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। গত নভেম্বরের নিলামে তাঁকে ৮৫ লাখ টাকা দিয়ে কিনেছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। ডব্লিউপিএল খেলার জন্য মুখিয়ে ছিলেন ভারতের জোরে বোলার। মুম্বইয়ের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি।