Yash Dayal's Cricket Career in Trouble

কেরিয়ার কি শেষ নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যশের? ঘরোয়া লিগেও সুযোগ পেলেন না কোহলিদের দলের পেসার

চাপ বাড়ছে যশ দয়ালের উপর। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত পেসার উত্তরপ্রদেশের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেলেন না। এ বার কি বেঙ্গালুরুও ছেঁটে ফেলবে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১২:৩৮
Share:

যশ দয়াল। —ফাইল চিত্র।

একের পর এক অভিযোগে চাপে যশ দয়াল। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক তরুণী। পাশাপাশি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে। দুটো অভিযোগেই মামলা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেলেন না যশ। তাঁর ক্রিকেট কেরিয়ার কি তবে শেষের পথে?

Advertisement

চলতি বছর উত্তরপ্রদেশ টি২০ লিগে গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল যশের। কিন্তু তাঁকে খেলতে নিষেধ করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। কারণও জানিয়ে দেওয়া হয়েছে। যে হেতু মামলা চলছে ও যশকে গ্রেফতার করা হবে না, এমন কোনও নির্দেশ আদালত দেয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলা না মেটা পর্যন্ত যশকে খেলতে দেওয়া হবে না।

জুন মাসে গাজিয়াবাদে যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ, পাঁচ বছর ধরে যশের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই সময়ে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন যশ। তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সেই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাল্টা তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যশ।

Advertisement

তার মাঝেই যশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তাঁর সঙ্গে যশের আলাপ। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন যশ। সে সময় ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অছিলায় তাঁকে একটি হোটেলে ডাকেন যশ। সেখানেই তাঁকে ধর্ষণ করেন আরসিবির বোলার। পরে আরও কয়েক বার তাঁর সঙ্গে সহবাস করেছেন যশ। জয়পুরের সাঙ্গান থানায় অভিযোগ করেন তিনি। প্রথম সহবাসের সময় নির্যাতিতা নাবালিকা থাকায় যশের বিরুদ্ধে পকসো ধারা মামলা রুজু করা হয়েছে।

যশ আবেদন করেছিলেন, তাঁকে যাতে গ্রেফতার না করা হয়। গত ৬ অগস্ট মামলার শুনানিতে রাজস্থান হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ২২ অগস্ট মামলার পরবর্তী শুনানি। যেহেতু আদালত তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি, তাই উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থাও তাঁর পাশে দাঁড়াচ্ছে না।

এই পরিস্থিতিতে যশের কেরিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছে। কয়েক মাসের মধ্যে আইপিএলের ছোট নিলাম হবে। তার আগে যশকে ছেড়ে দিতে পারে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, যশকে দলে রাখলে তাদের নিয়েও বিতর্ক হতে পারে। এই ধরনের অভিযোগ ওঠার পর ভবিষ্যতে ভারতের কোনও স্তরের ক্রিকেটে যশকে নেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement