india's records against uae

৫ কীর্তি: আমিরশাহিকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে কী কী নজির গড়ল ভারত?

এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহিকে হারিয়েছে ভারত। আমিরশাহি হেরেছে ৯ উইকেটে। এই ম্যাচে বেশ কয়েকটি নজির গড়েছে ভারত। সেগুলি কী কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭
Share:

সূর্যকুমারের (বাঁ দিকে) সঙ্গে উচ্ছ্বাস কুলদীপের। ছবি: পিটিআই।

এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহিকে হারিয়েছে ভারত। যত সহজে তারা জিতবে মনে হয়েছিল, তার চেয়েও সহজে জিতেছে। ভারতের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আমিরশাহি। হেরেছে ৯ উইকেটে। এই ম্যাচে বেশ কয়েকটি নজির গড়েছে ভারত। সেগুলি কী কী?

Advertisement

১) আইসিসি-র পূর্ণ সদস্য দেশ হিসাবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল বাকি থাকতে জেতার নিরিখে দ্বিতীয় স্থানে ভারত। ২০২৪-এ ওমানকে ১০১ বল বাকি থাকতে হারিয়েছিল ইংল্যান্ড। ভারত জিতেছে ৯৩ বল বাকি থাকতে। তার পর রয়েছে শ্রীলঙ্কা। তারা ২০১৪-য় নেদারল্যান্ডসে ৯০ বল বাকি থাকতে হারিয়েছিল।

২) পূর্ণ সদস্যের দেশ খেলছে, এ রকম একটি টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে কম বল খেলা হওয়ার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে বুধবারের ম্যাচ। ২০১৪-র নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৯৩টি বল খেলা হয়েছিল। ২০২৪-এ ইংল্যান্ড-ওমান ম্যাচে খেলা হয়েছিল ৯৯ বল। ২০২১-এ নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচে খেলা হয়েছিল ১০৩টি বল। বুধবার ভারত-আমিরশাহি ম্যাচে খেলা হয়েছে ১০৬টি বল।

Advertisement

৩) বুধবার ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়লেন। প্রথম বার এই কাজ করেছিলেন রোহিত শর্মা, ২০২১-এ অহমদাবাদে আদিল রশিদের বলে। ২০২৪-এ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিকান্দার রাজার প্রথম বলে ছয় মারেন যশস্বী জয়সওয়াল। এ বছর ইংল্যান্ডের জফ্রা আর্চারের প্রথম বলে ছয় মারেন সঞ্জু স্যামসন।

৪) এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং কুলদীপ যাদবের। বুধবার ৭ রানে ৪ উইকেট নেন তিনি। মাত্র ১৩ বলের ব্যবধানে আউট করেন মুহম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, হর্ষিত কৌশিক এবং হায়দা আলিকে। এশিয়া কাপে সেরা বোলিংয়ের রেকর্ড ভুবনেশ্বর কুমারের। ২০২২-এ আফগানিস্তানের বিরুদ্ধে ৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

৫) আমিরশাহির ৫৭ রান ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিপক্ষ দলের সর্বনিম্ন স্কোর। আগের নজির ছিল নিউ জ়‌িল্যান্ডের। ২০২৩-এ অহমদাবাদে ৬৬ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement