India vs England 2025

চতুর্থ টেস্টের প্রথম দিন ভারত ২৬৪/৪, ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমনদের চিন্তায় রাখল পন্থের চোট

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় শিবিরে অস্বস্তি। ২২ গজে সমানে সমানে লড়াই হলেও উদ্বেগ ঋষভ পন্থের চোট নিয়ে। ব্যাট করার সময় ডান পায়ে চোট পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:৫৫
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনটা আরও ভাল ভাবে শেষ করতে পারত ভারতীয় দল। বেন স্টোকসের বল ‘জাজমেন্ট’ দিয়ে শুভমন গিল এলবিডব্লিউ আউট না হলে, আরও ভাল জায়গায় থাকতে পারত সিরিজ়ে পিছিয়ে থাকা ভারত। তবু প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৬৪।

Advertisement

ভারতীয় শিবিরের উদ্বেগ বৃদ্ধি করলেন সহ-অধিনায়কও। আঙুলের চোট সারিয়ে চতুর্থ টেস্ট খেলতে নামা ঋষভ পন্থ এ বার পায়ে চোট পেলেন। ইনিংসের ৭৮ তম ওভারে ডান পায়ে চোট পান পন্থ। ক্রিস ওকসের ইয়ার্কার রিভার্স সুইপ করার চেষ্টা করেন পন্থ। বল ব্যাট ছুঁয়ে তাঁর ডান পায়ে লাগে। যন্ত্রণা শুরু হয়। ডেকে পাঠান ফিজিয়োকে। তাও ব্যাট করতে পারলেন না। উঠে গেলেন সাজঘরে। দেখা যায় তাঁর পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিলেন না পন্থ। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাডেজা।

ম্যাঞ্চেস্টার টেস্টের স্কোর কার্ড। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিনের শুরুটা খারাপ করেননি দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় নতুন বলের বিরুদ্ধে যে ভাবে ব্যাট করা উচিত, ঠিক সে ভাবেই শুরু করেন তাঁরা। সাবধানে সতর্ক হয়ে খেলছিলেন। প্রতিটি বল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তাঁদের পিচ কামড়ে লড়াইয়ের সুবাদে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল বিনা উইকেটে ৭৮। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল (৪৬)। ক্রিস ওকসের বল অফ স্টাম্পের বাইরে পড়ে রাহুলের ব্যাট ছুঁয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে জ্যাক ক্রলির হাতে। নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করলেন রাহুল। স্টোকসের যে বলে শুভমন (১২) আউট হলেন, সেটাও অফ স্টাম্পের বাইরে ছিল। বল তাঁর প্যাডে লাগে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। শট খেলার চেষ্টা না করায় আউট হয়ে গিয়েছেন। কারণ বল অফ স্টাম্পে লাগার সম্ভাবনা ছিল।

Advertisement

ধরে খেলছিলেন যশস্বীও। ২২ গজের এক দিক আগলে রাখছিলেন। যশস্বীকে (৫৮) সাজঘরে ফেরাল আট বছর পর টেস্ট খেলতে নামা লিয়াম ডসনের একটা দুরন্ত বল। তিন নম্বরে নেমে ভাল খেললেন সাই সুদর্শনও। টেস্টে প্রথম অর্ধশতরান করলেন ম্যাঞ্চেস্টারে। সুদর্শন (৬১) আউট হলেন রানের গতি বাড়াতে গিয়ে। স্টোকসকে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়লেন ব্রাইডন কার্সের হাতে। তার আগে অবশ্য জেমি স্মিথ তাঁর একটি সহজ ক্যাচ ফেলেছেন।

পন্থও শুরুটা ভাল করেছিলেন। তবে এ দিনও তাঁকে ঝুঁকিহীন ব্যাট করতে দেখা গেল না। ইংল্যান্ডের জোরে বোলারদের বিরুদ্ধে বার বার রিভার্স সুইপ মারার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। জফ্রা আর্চারের বলে এক বার আউট হতে পারতেন। সে বার বেঁচে গেলেও ওকসের বলে চোট পেয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। বিশেষজ্ঞ ব্যাটারেরা সাজঘরে ফেরার পর ইনিংসের হাল ধরেছেন দুই অলরাউন্ডার। জাডেজার (১৯) সঙ্গে দিনের শেষে অপরাজিত রয়েছেন শার্দূল ঠাকুর (১৯)। প্রথম দিন ইংল্যান্ডের সফলতম বোলার স্টোকস ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৩ রানে ১ উইকেট ওকসের। ৪৫ রানে ১ উইকেট ডসনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement