বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যর্থ বৈভব সূর্যবংশী। ওপেন করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে গেল কিশোর ব্যাটার। প্রথম ইনিংসেও ২০ রানে আউট হয়ে গিয়েছিল বৈভব।
সাফল্যের পর ব্যর্থতা। ক্রিকেট এমনই। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়া বিহারের ব্যাটার একের পর এক ম্যাচে আগ্রাসী ব্যাটিং করেছে। ইংল্যান্ডেও তার জনপ্রিয়তা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু দ্বিতীয় যুব টেস্টে ব্যর্থতাই সঙ্গী হল তার।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ওপেন করে ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেছিল বৈভব। দ্বিতীয় ইনিংসে রানই করতে পারল না। ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স গ্রিনের বলে আউট হয়ে গেল সে। অর্থাৎ ‘গোল্ডেন ডাক’। জয়ের জন্য ৩৫৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা আয়ূষ মাত্রের দল ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায়। তিন নম্বরে নামা বিহান মালহোত্র ২৭ রানে আউট হওয়ায় চাপ আরও বাড়ে।
পরিস্থিতি সামাল দেন অধিনায়ক আয়ূষ এবং অভিজ্ঞান কুন্ডু। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ১১৭ রান। আয়ূষের ব্যাট থেকে এসেছে ৮০ বলে ১২৭ রানের দুরন্ত ইনিংস। ১৩টি চার এবং ৬টি ছক্কা মেরেছেন ভারতের ছোটদের দলের অধিনায়ক। অভিজ্ঞান করেছেন ৪৬ বলে ৬৫। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৪টি ছক্কা।