Rishabh Pant Injury

চতুর্থ টেস্টের প্রথম দিনেই ধাক্কা খেল ভারত, চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্থ

ইনিংসের ৭৮ তম ওভারে ডান পায়ে চোট পান পন্থ। দেখা যায় তাঁর পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। পা ফেলতেই পারছিলেন না পন্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:১০
Share:

চতুর্থ টেস্টের প্রথম দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ। ছবি: এক্স।

চতুর্থ টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোট পেয়ে ইনিংসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন ঋষভ পন্থ। এই টেস্টে তাঁকে আর পাওয়া যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Advertisement

ইনিংসের ৭৮ তম ওভারে ডান পায়ে চোট পান পন্থ। দেখা যায় তাঁর পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিলেন না পন্থ। স্ট্রেচারে করে তাঁকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা যন্ত্রণা অনুভব করছিলেন।

ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস একটি ইয়র্কার বল করেন। পন্থ বলের দিকে না তাকিয়ে সুইপ করতে যান। বল ব্যাটে লেগে পন্থের ডান পায়ের গোড়ালির ঠিক নিচে লাগে। সঙ্গে সঙ্গে পন্থ যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ফিজিয়ো মাঠে চলে আসেন। কিন্তু পন্থের ব্যথা কমেনি। দেখা যায়, তাঁর ডান পায়ে ক্ষত ছাড়াও রক্তের দাগও রয়েছে। তাঁকে ক্যাবি অ্যাম্বুল্যান্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্টের স্কোর কার্ড। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টেলিভিশনে ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাওস্কর বলেন, “দেখে মনে হচ্ছে পন্থকে সাজঘরে নয়, সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।” আর এক ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, “পন্থকে বাকি ম্যাচে পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।”

তৃতীয় টেস্টেও প্রথম দিন চোট পেয়েছিলেন পন্থ। লর্ডসে উইকেট কিপিং করার সময় একটি বল তাঁর হাতে লাগে। আঙুলে চোট পেয়ে সেই ম্যাচে আর উইকেট কিপিং করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইংনিসে ব্যাট করেছিলেন। কিন্তু এ বার দেখে মনে হয়েছে পন্থের চোট অনেক বেশি গুরুতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement