India Vs West Indies

কুলদীপের দাপটে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ়, ফলো অন বাঁচাতে চেজদের দরকার আরও ১০২ রান, হাতে ২ উইকেট

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়ের গন্ধ ভারতীয় সাজঘরে। শনিবার ক্যারিবিয়ানদের সমস্যায় ফেলেছিলেন রবীন্দ্র জাডেজা। রবিবার সেই দায়িত্ব নিলেন কুলদীপ যাদব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১১:৩৮
Share:

কুলদীপ যাদব। ছবি: বিসিসিআই।

ফলো অন এড়াতে পারবে ওয়েস্ট ইন্ডিজ়? দরকার আরও ১০২ রান। হাতে ২ উইকেট। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম ২ ঘণ্টাতেই জয়ের গন্ধ ভারতের সাজঘরে। শনিবার খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের রান ছিল ৪ উইকেটে ১৪০। সেখান থেকে তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তাদের রান ৮ উইকেটে ২১৭। শুভমন গিলদের থেকে ৩০১ রান পিছিয়ে থামলেন রোস্টন চেজেরা। এ দিন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রতিরোধ ভাঙলেন মূলত কুলদীপ যাদব।

Advertisement

শনিবার রবীন্দ্র জাডেজা ২২ গজের যে প্রান্ত থেকে বল করে ৩ উইকেট নিয়েছিলেন, রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন শুভমন। ফল পেলেন হাতেনাতে। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না সফরকারী দলের ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা। প্রথমে সাই হোপ (৩৬) বোল্ড হন কুলদীপের বলের গুগলিতে ঠকে গিয়ে। আগের দিনের আর এক অপরাজিত ব্যাটার টেভিন ইমলাচও (২১) ঠকে গেলেন কুলদীপের বলে। বাঁহাতি স্পিনার আউট করলেন জাস্টিন গ্রেভসকেও (১৭)।

মধ্যাহ্নভোজের বিরতিতে অপরাজিত রয়েছেন খারি পিয়ের (১৯) এবং অ্যান্ডারসন ফিলিপ (১৯)। দু’জনে আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করছেন। ভারতের প্রথম ইনিংসে তোলা ৫ উইকেটে ৫১৮ রানের সঙ্গে পার্থক্য যতটা সম্ভব কমানোর চেষ্টা করছেন তাঁরা। তার আগে জোমেল ওয়ারিক্যানকে (১) আউট করে ভারতীয় দলের কাজ কিছুটা সহজ করে দিয়েছেন মহম্মদ সিরাজ। বিরতি পর্যন্ত ৭২ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ১৬ রানে ১ উইকেট সিরাজের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement