Asia Cup 2025

আফগানিস্তানের বিরুদ্ধে ৮ রানে জয়, এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। লিটন দাসেরা পরবর্তী পর্বে খেলতে পারবেন কিনা, তা নির্ভর করবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯
Share:

লিটন দাস। ছবি: এক্স।

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার রশিদ খানদের বিরুদ্ধে লিটন দাসেরা জিতলেন ৮ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৫৪ রান। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। লিটনদের এখন তাকিয়ে থাকতে হবে আগামী বৃহস্পতিবারের শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের দিকে।

Advertisement

মঙ্গলবার টস জিতে আবু ধাবির ২২ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন। দুই ওপেনার সইফ হাসান এবং তানজ়িদ হাসান ভাল শুরু করেন। প্রথম উইকেটের জুটিতে ওঠে ৬৩ রান। সইফ করেন ২৮ বলে ৩০। তানজ়িদের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৫২ রানের ইনিংস। তিনি ৪টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন। অধিনায়ক লিটন (৯) রান না পেলেও দলের ইনিংস টেনে নিয়ে যান তৌহিদ হৃদয় (২০ বলে২৬)। শেষ দিকে কিছু রান যোগ করেন জাকের আলি (অপরাজিত ১২), নুরুল হাসান (১২)। আফগানিস্তানের বোলারদের মধ্যে সফলতম নুর আহমেদ ২৩ রানে ২ উইকেট নিয়েছেন। ২৬ রানে ২ উইকেট রশিদের।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ় (৩১ বলে ৩৫), আজ়মতুল্লা ওমরজ়াই (১৬ বলে ৩০), রশিদ (১১ বলে ২০), নুরেরা (৯ বলে ১৪) আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করলেও প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারেনি আফগানেরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে শেষ হয় তাদের ইনিংস। নুরের আগ্রাসী ব্যাটিং শেষ দিকে টান টান লড়াইয়ে উত্তেজনা তৈরি করলেও তা আফগানিস্তানকে জয় এনে দিতে পারেনি।

Advertisement

এ দিন বাংলাদেশের সফলতম বোলার মুস্তাফিজ়ুর রহমান ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ১১ রানে ২ উইকেট নাসুমআহমেদের। ১৮ রানে ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ৩৪ রানে ২ উইকেট তাসকিন আহমেদের।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর গ্রুপ ‘বি’-তে শীর্ষে শ্রীলঙ্কা। তাদের ২ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রান রেট ১.৫৪৬। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন লিটনেরা। তাঁদের তিন ম্যাচে সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট -০.২৭০। তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। দু’ম্যাচে রশিদদের পয়েন্ট ২। তাঁদের নেট রান রেট ২.১৫০। চতুর্থ স্থানে থাকা হংকং তিনটি ম্যাচই হেরে ছিটকে গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে তাদের সঙ্গে বাংলাদেশ সুপার ফোরে উঠবে। বিদায় নেবে আফগানিস্তান। তবে আফগানিস্তান জিতলে তিন দলের পয়েন্টই হবে ৪। নেট রান রেটের ভিত্তিতে প্রথম দু’দল সুপার ফোরে যাবে। সে ক্ষেত্রে সমস্যা হতে পারে লিটনদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement