রজার বিন্নী। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডে রদবদল হতে চলেছে। চলতি মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছাড়তে চলেছেন রজার বিন্নী। ‘ইন্ডিয়া টুডে’ একটি রিপোর্টে সে কথা জানিয়েছে। বিন্নীর পর রাজীব শুক্ল বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে।
১৯ জুলাই ৭০ বছর বয়স হবে বিন্নীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়স হয়ে গেলে সভাপতির পদে থাকা যায় না। সেই কারণেই বিন্নীকে সরতে হবে বলে জানানো হয়েছে রিপোর্টে। এখন বোর্ডের সহ-সভাপতি রাজীব। ফলে তিনিই আপাতত তিন মাস বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন।
সেপ্টেম্বর মাসে ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই নতুন সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তত দিন রাজীবই দায়িত্বে থাকবেন। সেপ্টেম্বরে ৬৬ বছর বয়স হবে রাজীবের। রিপোর্টে জানানো হয়েছে, রাজীবকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী স্থায়ী সভাপতি বাছা হতে পারে। আবার নতুন কারও নামও উঠে আসতে পারে জল্পনায়।
২০২২ সালের অক্টোবর মাসে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়ার পর নতুন সভাপতি হন বিন্নী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন তিনি। তাঁর কার্যকালে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এখন দেখার, ভারতের পরবর্তী স্থায়ী বোর্ড সভাপতি কে হন।