India vs South Africa at Eden Gardens

চার মাস পরে আবার টেস্ট দলে, ইডেনে প্রথম ম্যাচের আগে চোট সারিয়ে প্রত্যাবর্তনের মন্ত্র ফাঁস পন্থের

ইংল্যান্ড সফরে গিয়ে চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘ দিন আর ক্রিকেট খেলতে পারেননি। অবশেষে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে নামতে তৈরি ঋষভ পন্থ। শোনালেন প্রত্যাবর্তনের কাহিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৩:১৪
Share:

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

ইংল্যান্ড সফরে গিয়ে চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘ দিন আর ক্রিকেট খেলতে পারেননি। অবশেষে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে নামতে তৈরি ঋষভ পন্থ। ইডেন টেস্টের আগের দিন জানালেন, ঈশ্বরের আশীর্বাদ এবং মাঠে ফেরার ইচ্ছা ছিল বলেই তিনি প্রত্যাবর্তন করতে পেরেছেন।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার আগে ভারত এ দলের হয়ে দু’টি বেসরকারি টেস্টে খেলেছেন পন্থ। বৃহস্পতিবার বোর্ডের প্রকাশিত একটি ভিডিয়োয় তিনি বলেছেন, “চোট পাওয়ার পর প্রত্যাবর্তন কখনওই সহজ নয়। তবে ঈশ্বর আমার প্রতি সর্বদা মহান এবং সব সময় আশীর্বাদ করেছেন। এ বারও মাঠে ফিরতে পেরে আমি খুশি।”

পন্থের সংযোজন, “প্রতি বার মাঠে নামার সময় কৃতজ্ঞ থাকি। তাই জন্য আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর, আমার বাবা-মা, পরিবার এবং যাঁরাই আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ দিই।”

Advertisement

ভারতের উইকেটকিপার জানিয়েছেন, রিহ্যাব করার সময় তিনি নিজের মনকে ভাল রাখার কাজ করে গিয়েছেন। ভবিষ্যতে কী হবে তা নিয়ে একটুও ভাবেননি। পন্থের কথায়, “যা নিয়ন্ত্রণে রয়েছে সেটা নিয়েই ভাবা ভাল। ভাগ্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই ওটা নিয়ে ভেবে লাভ নেই। অনেক বিষয় রয়েছে ভাবার মতো, যেগুলো হয়তো অন্য সময় আমরা চিন্তাও করি না।”

পন্থ যোগ করেছেন, “আপনি যদি নিজের মনকে ঠিক রাখতে পারেন তা হলে বাইরের কিছু আপনার কানে ঢুকবে না। আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটাতেই মনোযোগ দিতে পারবেন। যেটা আপনি করতে ভালবাসেন সেটার মধ্যেই আনন্দ খুঁজে পাবেন, বিশেষ করে যদি চোট পেয়ে থাকেন।”

২০২২-এ গাড়ি দুর্ঘটনার পর কোনওমতে প্রাণে বেঁচেছিলেন পন্থ। তার পর চুটিয়ে ক্রিকেটও খেলেছেন। তাঁর মতে, জীবনে কঠিন সময়ে পাওয়া শিক্ষা অমূল্য। পন্থের কথায়, “যেটা আপনার ভাল লাগছে সেটাই করতে হবে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা রাখা এবং শেখার জন্য মনকে তৈরি রাখতে হবে। পাশাপাশি যেটা করছেন সেটা উপভোগও করতে হবে। যা-ই করুন না কেন, সেটা উপভোগ না করতে পারলে মুশকিল। নিজের ১০০ শতাংশ দিলেই আপনি আনন্দ এবং সুখ খুঁজে পাবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement