India vs England

সিরিজ় শুরুর আগেই একের পর এক বাউন্সার রোহিতকে! কখনও বিরক্ত, কখনও হাসলেন অধিনায়ক

নিজের ফর্ম নিয়ে প্রশ্নের জবাব দিতে হল রোহিত শর্মাকে। মহম্মদ শামিকে নিয়ে প্রশ্নেও সতীর্থের পাশে দাঁড়ালেন। ভারতীয় দলের অধিনায়ক পাল্টা প্রশ্ন তুললেন সাংবাদিকদের প্রশ্নের ধরন নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬
Share:

রোহিত শর্মা। ছবি: এক্স (টুইটার)।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ে বিপর্যয়ের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত। তিনি নিজেও বেশ কিছু দিন ধরে ফর্মে নেই। ফলে নানা প্রশ্ন ধেয়ে গিয়েছে তাঁর দিকে। হাসিমুখেই রোহিত সামলেছেন সংবাদমাধ্যমের একাধিক বাউন্সার।

Advertisement

আপনি তো রান পাচ্ছেন না

শুরুতেই এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘রোহিত এ বার যে ধরনের ক্রিকেট খেলবেন, তাতে আপনাকে ডাকা হয় ‘হিটম্যান’ বলে। টেস্টে তো তেমন রান পাননি। আপনি কি আত্মবিশ্বাসী?’’ প্রশ্ন শুনে কিছুটা প্রথমে কিছুটা বিরক্তি হন রোহিত। কয়েক সেকেন্ডের মধ্যে মুখে হাসি এনে বলেন, ‘‘এটা কী রকম প্রশ্ন? অন্য ধরনের ক্রিকেট খেলব আমরা। সময়টাও আলাদা। ক্রিকেটারদের সময় কখনও ভাল যায়, কখনও খারাপ। এটা আমরা ভাল করেই জানি। অনেক বার এমন হয়েছে আমার ক্ষেত্রে। প্রতিটি দিন নতুন। প্রতিটি সিরিজ়ও আলাদা। আমি চ্যালেঞ্জ সামলানোর জন্য তৈরি। অতীত নিয়ে ভাবতেই চাইছি না। আপনিও ভাববেন না।’’ রোহিত আরও বলেন, ‘‘আমি কখনও অতীত নিয়ে বেশি ভাবতে পছন্দ করি না। আগামী দিনে কী করতে হবে, সেটার উপর গুরুত্ব দিই। সামনে তাকাতে চাই। ভাল ভাবে সিরিজ় শুরু করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’’

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি অবসর

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? এই প্রশ্নেও বিরক্ত হয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘এখানে আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলব, এটা কী করে ভাবলেন? আমি এখন সামনের তিনটি এক দিনের ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছি। অনেক বছর ধরে আমার ভবিষ্যৎ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এখানে আমি সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য বসিনি।’’

অভিষেক শর্মা কেন দলে নেই

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৩৭ বলে শতরান করার পরও কেন অভিষেক শর্মার কথা ভাবা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে? রোহিত বলেছেন, ‘‘অভিষেক দারুণ ইনিংস খেলেছে। আমরা সবাই দেখেছি। কিন্তু সেটা টি-টোয়েন্টি ক্রিকেটে। আমরা এখন এক দিনের ক্রিকেট খেলছি। অভিষেক অবশ্যই আমাদের পরিকল্পনায় থাকবে। ওর দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। আমরা যে রকম ব্যাটার চাই, অভিষেক তেমনই। তবে ও কেন দলে নেই, এখন আমরা সেটা নিয়ে ভাবছি না। দলে তো ১৫ জনের বেশি রাখার সুযোগ নেই। আগামী দিনে নিশ্চয়ই সুযোগ পাবে।’’

মহম্মদ শামি কি ফিট

জসপ্রীত বুমরা এখনও খেলার মতো জায়গায় নেই। মহম্মদ শামি সবে চোট সারিয়ে ফিরেছেন। উনি কি পুরো ফিট? বেশি চাপ দিলে কি আবার চোট পাওয়ার সম্ভাবনা থাকবে না? মাঠে ফেরার পর শামি ভাল কিছু করতেও পারেননি। এই প্রশ্নেও কিছুটা বিরক্ত দেখিয়েছে রোহিতকে। তিনি বলেন, ‘‘আপনারা কেন এমন নেতিবাচক ভাবছেন? চোট পেতে পারে, সমস্যা হতে পারে— এ সব ভাবার মানে কী? আমরা এ সব ভাবতেই চাই না। সব কিছু এখানে বলতে পারব না। জাতীয় নির্বাচকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সকলের ব্যাপারেই আমাদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। আর দয়া করে এক-দুটো ম্যাচের পারফরম্যান্স দেখে কোনও খেলোয়াড়কে বিচার করা বন্ধ করুন। হতে পারে ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোয় শামি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার মানে কি ও খারাপ ক্রিকেটার হয়ে গেল! শামি ১০-১২ বছর ধরে খেলছে। কত উইকেট নিয়েছে। আমাদের কত ম্যাচ জিতিয়েছে। শেষ এক দিনের বিশ্বকাপে শামির পারফরম্যান্স এর মধ্যেই ভুলে গেলেন! চোট সারিয়ে ফিরেছে সবে। প্রায় দেড় বছর খেলেনি। একটু তো সময় দেবেন। এ ভাবে কেন ভাবেন আপনারা? দয়া করে এ ভাবে ভাবা বন্ধ করুন।’’

জসপ্রীত বুমরাহ কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন

বুমরাহের ব্যাপারে বলেন, ‘‘আমরা নিয়মিত খোঁজ রাখছি। উল্লেখযোগ্য কিছু জানতে পারলে আপনাদের জানানো হবে।’’

উইকেটরক্ষক কে

উইকেটরক্ষক হিসাবে কে খেলবেন লোকেশ রাহুল নাকি ঋষভ পন্থ? রোহিত বলেছেন, ‘‘রাহুল দীর্ঘ দিন আমাদের এক দিনের দলে উইকেটরক্ষক হিসাবে খেলেছে। ওর কাছ থেকে যেমন পারফরম্যান্স চাওয়া হয়েছে, তেমনই করেছে। রাহুলের দক্ষতা নিয়ে সংশয় থাকার কথা নয়। পন্থও আছে দলে। দু’জনেই সমান দক্ষ। দু’জনেই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা বজায় রাখারও একটা ব্যাপার থাকে। দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা।’’

গত এক দিনের বিশ্বকাপের মতো রাহুলকে উইকেটরক্ষক হিসাবে খেলানো হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে। কারণ তিনি আগ্রাসী ব্যাটিং করতে পারেন। আবার প্রয়োজনে ধরেও খেলতে পারেন। সে ক্ষেত্রে অপেক্ষায় থাকতে হবে পন্থকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement