left-arm seamer

ক্রিকেটজীবনের শেষ প্রান্তে এসে রোহিতের স্বীকারোক্তি, নিজের একটি দুর্বলতা মানলেন শর্মা, কোহলিও কি হাঁটবেন একই পথে?

টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে ব্যাটার রোহিত মেনে নিয়েছেন নিজের একটি দুর্বলতার কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৪:৩০
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাঁহাতি জোরে বোলারদের বিরুদ্ধে দুর্বলতা স্বীকার করে নিলেন রোহিত শর্মা। এই সমস্যা নিয়েই ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন তিনি। এ জন্য প্রচুর সমালোচনা শুনতে হলেও কখনও গুরুত্ব দেননি রোহিত।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তার কিছু সমালোচনা অহেতুকও ছিল। সমালোচনা কাউকে প্রভাবিত করে না, তা বলব না। আমার ক্ষেত্রে অধিকাংশ সমালোচনাই ছিল বাঁহাতি জোরে বোলারদের ভাল ভাবে সামলাতে না পারা নিয়ে। ঠিক আছে, এ রকম হয়। এটাও খেলার অংশ। কিন্তু আপনি যদি সব মন্তব্যের জবাব দিতে চান, তা হলে সময় নষ্ট করবেন। আত্মপক্ষ সমর্থন করা আমার কাজ নয়।’’

কয়েক দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত সমালোচনা নিয়ে আরও বলেছেন, ‘‘আমার কাছে এখন এ সবের আর কোনও অর্থ নেই। সময়ের সঙ্গে সঙ্গে এ সব সামলাতে শিখেছি। সব খেলোয়াড়কেই সমালোচনা নিয়ে চলতে হয়। এটা খেলোয়াড়জীবনের একটা অংশ। তবে অহেতুক সমালোচনা সমর্থন করি না।’’

Advertisement

বাঁহাতি জোরে বোলারদের বিরুদ্ধে দুর্বলতা শুধু রোহিতের নয়। গত কয়েক বছরে বিরাট কোহলিরও এই দুর্বলতা দেখা গিয়েছে তিন ধরনের ক্রিকেটেই। তিনিও কি বন্ধু রোহিতের মতো নিজের খামতির কথা এ বার মেনে নেবেন? রোহিতের স্বীকারোক্তির পর প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে।

টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত। এখনও পর্যন্ত ২৭৩টি এক দিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১১,১৬৮ রান। গড় ৪৮.৭৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement