India vs Australia 2025

অ্যাডিলেড ম্যাচের আগে ৪৫ মিনিট অনুশীলন রোহিতের, ভারতের নেটে হাজির আগরকর, জল্পনা যশস্বী, কুলদীপকে নিয়ে

অ্যাডিলেড ম্যাচের আগে বুধবার ভারতের ঐচ্ছিক অনুশীলন থাকলেও কামাই করলেন না রোহিত শর্মা। পুরোদস্তুর ব্যাটিং অনুশীলন করলেন। আর কী কী হয়েছে এ দিনের অনুশীলনে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৪:৫৪
Share:

অনুশীলনে রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

পার্‌থে প্রথম এক দিনের ম্যাচে রান পাননি। চাপ ক্রমশই বাড়ছে তাঁর উপরে। অ্যাডিলেড ম্যাচের আগে বুধবার ভারতের ঐচ্ছিক অনুশীলন থাকলেও কামাই করলেন না রোহিত শর্মা। পুরোদস্তুর ব্যাটিং অনুশীলন করলেন। অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া তিনি। ভারতের নেটে এ দিন হাজির হয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর সঙ্গে যশস্বী জয়সওয়ালের আলোচনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

চলতি সিরিজ়‌ে ভাল খেলতে না পারলে হয়তো আর দেশের জার্সিতে খেলাই হবে না, এ কথা জানেন রোহিত। তাই এ দিন অনুশীলন শুরু হওয়ার ৪৫ মিনিট আগেই হাজির হয়ে যান। বেশ কিছুটা পরে বাকিরা আসেন। কোচিং স্টাফদের মধ্যে তখন স্রেফ কোচ গৌতম গম্ভীরই হাজির ছিলেন। সঙ্গে দুই থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি এবং রাঘবেন্দ্র ছিলেন।

রোহিত প্রথমে যে নেটে ঢোকেন সেটি স্যাঁতসেতে ছিল। বল ঠিকঠাক লেংথে পড়ছিল না। গম্ভীর বুঝতে পেরেছিলেন এ ভাবে চললে চোট পেতে পারেন রোহিত। তাই পাশের নেটে যেতে বলেন প্রাক্তন অধিনায়ককে। সেখানে রোহিতের মনোযোগ আরও বাড়ে। টানা অনুশীলন করেন। এক বারের জন্যও চোখ সরাননি গম্ভীর।

Advertisement

বুধবার অনুশীলন আসেননি বিরাট কোহলি, শুভমন গিল-সহ একাধিক ক্রিকেটার। কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণকে অনেক ক্ষণ নেটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। তবে অতীতে অনুশীলন করেও ম্যাচে সুযোগ পেতে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে ভারতের দলে যে পরিবর্তন হবে এমন সম্ভাবনা কম। কুলদীপকে এই ম্যাচেও বাইরে থাকতে হবে।

বুধবার অনুশীলনের পর আগরকর ডেকে নেন যশস্বীকে। তত ক্ষণে রোহিতের অনুশীলন শেষ হয়ে গিয়েছিল। তিনি ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে টিম বাসের দিকে এগোন। আগরকর, গম্ভীরদের সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনা করতে দেখা যায় যশস্বীকে। এই আলোচনা রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও ইঙ্গিত দিল কি না, তা সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement