Rohit Sharma

২০২৭ বিশ্বকাপ খেলতে চাইছেন রোহিত, ফিট থাকতে সাহায্য নিচ্ছেন প্রাক্তন কেকেআর কোচের

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ধোঁয়াশা রেখেছিলেন ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে। মুখে না বললেও সেই বিশ্বকাপে খেলার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছেন রোহিত। সাহায্য নিচ্ছেন কেকেআরের প্রাক্তন সহকারী কোচের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১১:৫৭
Share:

রোহিত শর্মা। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর জানিয়েছিলেন, অবসর নেবেন না। তার পরে ধোঁয়াশা রেখেছিলেন ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও। মুখে না বললেও সেই বিশ্বকাপে খেলার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছেন রোহিত শর্মা। এ ব্যাপারে তিনি সাহায্য নিচ্ছেন কেকেআরের প্রাক্তন সহকারী কোচ তথা জাতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারের।

Advertisement

এক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নায়ারের সঙ্গে পরামর্শ করে নিজের ফিটনেস, ব্যাটিং এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন রোহিত। তাঁর অতি আগ্রাসী কৌশল ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লেগেছে।

২০২৭ বিশ্বকাপের আগে আনুমানিক ২৭টি এক দিনের ম্যাচ রয়েছে। তার পরে বাড়তি ম্যাচ যোগ করা হলেও হতে পারে। রোহিত এই ম্যাচগুলি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই খেলবেন। এ ব্যাপারে নায়ারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক কালে কেএল রাহুল, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারেরা নায়ারের সঙ্গে কাজ করে সাফল্য পেয়েছেন। রাহুল একাধিক বার সাফল্যের পিছনে নায়ারকে কৃতিত্ব দিয়েছেন। অতীতে মুম্বই দলে নায়ার ছিলেন রোহিতের সতীর্থ। গত আইপিএলেও তৎকালীন কেকেআর সহকারী কোচ নায়ারের সঙ্গে একান্তে রোহিতকে কথা বলতে দেখা গিয়েছিল।

Advertisement

এক দিনের ক্রিকেট খেলতে চাইলেও, আগামী দিনে রোহিতকে টেস্টে দেখা যাবে কি না তা বলা যাচ্ছে না। টেস্টে রোহিতের পারফরম্যান্সও আশাপ্রদ নয়। সিডনি টেস্টে নিজেই নিজেকে বাদ দিয়েছিলেন। রোহিত নিজে অবশ্য টেস্ট খেলতে আগ্রহী। তবে পুরোটাই নির্ভর করছে নির্বাচকদের উপরে। আপাতত রোহিতের নজর শুধুই আইপিএলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement