UEFA Champions League

আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ, পেনাল্টি শট নিয়ে বিতর্ক

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিবেশী রিয়াল মাদ্রিদের কাছে আরও এক বার হারল আতলেতিকো মাদ্রিদ। টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে গেল আতলেতিকো। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে খেলবে রিয়াল। শেষ আটে গিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১০:৪৪
Share:

জিতে রিয়ালের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিবেশী রিয়াল মাদ্রিদের কাছে আরও এক বার হারল আতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে ১-০ হারালেও টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে গেল আতলেতিকো। তবে টাইব্রেকারে জুলিয়ান আলভারেসের শট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে খেলবে রিয়াল। শেষ আটে গিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলাও।

Advertisement

প্রি-কোয়ার্টার ফাইনালে মাদ্রিদের দুই ক্লাব মুখোমুখি হয়েছিল। গত সপ্তাহে প্রথম পর্বে ২-১ জিতেছিল রিয়াল। বুধবার আতলেতিকো ১-০ জেতায় দুই পর্ব মিলিয়ে ফল হয় ২-২। আগে চ্যাম্পিয়ন্স লিগে ‘অ্যাওয়ে গোল রুল’ থাকলেও এখন তা নেই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় পেনাল্টি শুটআউট হয়। তাতেই শেষ হাসি হাসে রিয়াল।

প্রথম মিনিটেই গোল করে আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন কোনর গ্যালাঘার। বাকি সময়ে রিয়ালকে চাপে রেখেছিল আতলেতিকো। রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া অন্তত চার বার দলের পতন আটকান। খেলার বিপরীতে গিয়ে ৭০ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল কিলিয়ান এমবাপেকে। তবে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের শট বারের উপর দিয়ে উড়ে যায়। সেটি গোল করে টাইব্রেকারের দরকারই পড়ত না।

Advertisement

টাইব্রেকারে রিয়ালের হয়ে গোল করেন এমবাপে, জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভার্দে এবং আন্তোনিয়া রুডিগার। লুকাস ভাজ়কুয়েজ়ের শট আটকান আতলেতিকো গোলরক্ষক। তবে আলভারেজ়ের শট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। তাঁর বাঁ পা আগে বলের সঙ্গে লাগে। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন।

প্রথমে রেফারি বুঝতে পারেননি। রিয়াল গোলরক্ষক কুর্তোয়া আবেদন করেন। পরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) জানান, বলে দু’বার আলভারেজ়ের পা লেগেছে। ফলে নিয়ম অনুযায়ী সেই গোল বাতিল করা হয়। এর পর আতলেতিকোর মার্কোস লোরেন্তে শট মিস্‌ করলে রিয়াল এগিয়ে যায়। পঞ্চম শটে রুডিগার রিয়ালের জয় নিশ্চিত করেন।

ম্যাচের পর কুর্তোয়া বলেন, “আমি বুঝেছিলাম বলে দু’বার পা লেগেছে। ভাগ্য খারাপ থাকার জন্যই ছিটকে গেল আতলেতিকো।” রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি এবং আতলেতিকো কোচ দিয়েগো সিমিয়োনে, দু’জনেই দাবি করেছেন বলে দু’বার পা লাগার ঘটনা দেখেননি। তবে সিমিয়োনে বলেছেন, “কিছু দেখতে পেয়েছে বলেই ভার গোল বাতিল করেছে।”

বুধবার ঘরের মাঠে পিএসভি আইন্দোভেনের সঙ্গে ২-২ ড্র করেছে আর্সেনাল। তবে প্রথম পর্বে ৭-১ জিতে থাকার সুবাদে সহজেই কোয়ার্টার ফাইনালে গিয়েছে তারা। ডর্টমুন্ড ২-১ হারিয়েছে লিল-কে। ভিলা ৩-১ হারিয়েছে ক্লাব ব্রুজ়‌কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement