India vs England

‘বাজ়বল-ই ভবিষ্যৎ’, ভারতের কাছে হেরেও নিজেদেরই ‘জয়’ দেখছেন ইংরেজ নেতা বাটলার!

টেস্ট ক্রিকেট হোক এক দিনের ক্রিকেট। সব ফরম্যাটেই আগ্রাসী ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যা পরিচিত ‘বাজ়‌বল’ নামে। ‘বাজ়বল’-ই যে ক্রিকেটের ভবিষ্যৎ তা জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং জস বাটলার। ছবি: পিটিআই।

টেস্ট ক্রিকেট হোক এক দিনের ক্রিকেট। সব ফরম্যাটেই আগ্রাসী ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। কোচ ব্রেন্ডন ম্যাকালামের মস্তিষ্কপ্রসূত এই দৃষ্টিভঙ্গিকে ডাকা হয় ‘বাজ়‌বল’ নামে। ম্যাকালামের ডাকনাম ‘বাজ়’ থেকে এই বিশেষ নাম এসেছে। ‘বাজ়বল’-ই যে ক্রিকেটের ভবিষ্যৎ তা জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাঁর মতে, কটকে রোহিত শর্মাই সেটা বুঝিয়ে দিয়েছেন।

Advertisement

কটকে দ্বিতীয় এক দিনের ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলেছেন রোহিত। ১২টি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ৯০ বলে ১১৯ রান করেছেন। দলও জিতেছে। সিরিজ় হেরে বাটলার বলেছেন, “রোহিত দেখিয়ে দিয়েছে যে, আধুনিক সময়ে ৫০ ওভারের ক্রিকেট খেলতে গেলে আগ্রাসনই আসল রাস্তা। ও যে গতিতে রান করেছে তাতে এটাই প্রমাণিত হয় যে, আমরা সঠিক দৃষ্টিভঙ্গিতে ক্রিকেট খেলছি। এখনকার দিনে এ ভাবেই ক্রিকেট খেলতে হবে। যে ভাবে রোহিত খেলেছে তাতে বাজ়বলই ক্রিকেটের সঠিক পথ।”

প্রথম এক দিনের ম্যাচে ব্যর্থ হওয়ার পর বেশ চাপে ছিলেন রোহিত। সমর্থকেরা তো রোহিতকে অবসর নিতেও বলে দিয়েছিলেন। সেই রোহিতই দ্বিতীয় ম্যাচে শতরান করেছেন। বাটলারের মতে, রোহিতের মতো ক্রিকেটার যদি চাপে পড়তে পারেন, সেখানে তাঁদের উচিত চাপ কম নিয়ে খেলা।

Advertisement

বাটলারের কথায়, “আমাদের মনে রাখতে হবে, যদি রোহিতের মতো কেউ চাপে থাকতে পারে, তা হলে আমাদের উচিত নিজেদের শান্ত রাখা। এত দিন ধরে ক্রিকেট খেলছে ও। দারুণ ক্রিকেটার। আজ সেটা প্রমাণও করেছে। যখন এত বড় ক্রিকেটার আমাদের বিরুদ্ধে ভাল ইনিংস খেলে, তখন নিশ্চিত ভাবেই সেটা দেখে অনেক কিছু শেখার থাকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement