IPL 2025

৪ ওভারে ৬২ তুলেও বেঙ্গালুরু শেষ ১৬৩ রানে, স্পিন সামলাতে হিমশিম খেলেন কোহলিরা

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তুলল ১৬৩ রান তুলল। প্রথম চার ওভারে তারা ৬২ রান তুলেছিল। পরের ১৬ ওভারে মাত্র ১০১ রান তুলতে পারল বেঙ্গালুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২১:১০
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

দিনের শুরু এবং শেষের মধ্যে বিরাট তফাত রয়ে গেল। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তুলল ১৬৩ রান তুলল। প্রথম চার ওভারে তারা ৬২ রান তুলেছিল। পরের ১৬ ওভারে মাত্র ১০১ রান তুলতে পারল বেঙ্গালুরু।

Advertisement

ফিল সল্ট ঝড় তুলেছিলেন ওপেন করতে নেমে। মিচেল স্টার্ক এবং অক্ষর পটেলের ওভারে তখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ইংরেজ ওপেনার। ১৭ বলে ৩৭ রান করে ফেলা সল্টের সেই ইনিংস ধাক্কা খেল রান আউটে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তিনি। সেটাই বেঙ্গালুরুর ইনিংসে বড় ধাক্কা দিয়ে গেল। এর পর এক এক করে দেবদত্ত পাড়িক্কল (১), বিরাট কোহলি (২২), লিয়াম লিভিংস্টোন (৪), জীতেশ শর্মারা (৩) সাজঘরে ফিরলেন।

শেষ দিকে টিম ডেভিড ২০ বলে ৩৭ রানের ইনিংস না খেললে আরও কম রানে থেমে যেত বেঙ্গালুরুর ইনিংস। অধিনায়ক রজত পাটীদার (২৩ বলে ২৫) রান করলেও তাঁর মন্থর ইনিংস দলকে ভরসা দিতে পারেনি।

Advertisement

দিল্লির দুই স্পিনার ভিপরাজ নিগম এবং কুলদীপ যাদব বিপক্ষের উইকেট যেমন তোলেন, তেমনই রান আটকে রাখেন। দু’জনেই দু’টি করে উইকেট নিয়েছেন। কোহলির উইকেটটি তোলেন ভিপরাজ। স্পিনারদের মধ্যে একমাত্র অক্ষর ৪ ওভারে ৫২ রান দিয়ে কোনও উইকেট পাননি। যদিও তিনি পাওয়ার প্লে-র মধ্যে দু’ওভার বল করেন। যে সময় সল্ট বড় শত খেলছিলেন। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার এবং মোহিত শর্মা। মিচেল স্টার্ক ৩ ওভারে ৩৫ রান দিলেও উইকেট নিতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement