Yashasvi Jaiswal on Rajasthan Royals

রাজস্থান ছাড়ছেন যশস্বী? দল ব্যর্থ হওয়ার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট ব্যাটারের, শুরু জল্পনা

আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস। পরের বার কি আর রাজস্থানে থাকবেন না যশস্বী জয়সওয়াল? ব্যাটারের ইঙ্গিতপূর্ণ পোস্টে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৯:১৯
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

ভাল খেলেছেন তিনি। গোটা মরসুমে ধারাবাহিক ভাবে রান করেছেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তাঁর দল রাজস্থান রয়্যালস প্লে-অফে উঠতে পারেনি। তাদের মরসুম শেষ হয়ে গিয়েছে। পরের বার কি আর রাজস্থানে থাকবেন না যশস্বী জয়সওয়াল? ব্যাটারের ইঙ্গিতপূর্ণ পোস্টে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

আইপিএলের মরসুম শেষ হওয়ার পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন যশস্বী। সেখানে রাজস্থানের জার্সিতে নিজের একটি ছবি দেন তিনি। ক্যাপশনে লেখেন, “সব কিছুর জন্য রাজস্থানকে ধন্যবাদ। যা ভেবেছিলাম, সে রকম মরসুম কাটেনি। কিন্তু এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ। এ বার পরের চ্যালেঞ্জ। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”

রাজস্থানের ব্যাটারের এই পোস্টের পরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেকে বলতে শুরু করেন, পরের বার হয়তো আর রাজস্থানে থাকতে চাইছেন না যশস্বী। যদিও জল্পনা শুরু হতেই পোস্টে কিছু বদল করেন যশস্বী। “এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ”— এই কথা বদলে তিনি লেখেন, “একসঙ্গে মিলে এ ভাবে এগিয়ে যাওয়ার জন্য সব সময় কৃতজ্ঞ থাকব।” তা ছাড়া “পরের চ্যালেঞ্জ” কথাটির পরে ভারতের জাতীয় পতাকার ইমোজি দেন তিনি। যশস্বী বোঝাতে চান, পরের চ্যালেঞ্জ বলতে ভারতের ইংল্যান্ড সফরের কথা বুঝিয়েছেন তিনি।

Advertisement

যশস্বী পোস্টে বদল করার পরেও জল্পনা থামেনি। অনেকের মতে, তিনি নিজে ভাল খেলছেন। কিন্তু তার পরেও দল জিততে পারছে না। এটা মেনে নিতে পারছেন না যশস্বী। তিনি চান এমন একটি দলে যেতে, যেখানে তিনি আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন। অবশ্য অনেকে এ-ও বলছেন যে, এর পিছনে কোনও উদ্দেশ্য নেই যশস্বীর। তিনি কোনও ইঙ্গিতও দেননি। এই মরসুমের পর দল ও সমর্থকদের ধন্যবাদ জানাতেই এই পোস্ট করেছেন তিনি।

১৪টি ম্যাচে ৫৫৯ রান করেছেন যশস্বী। ৪৩ গড় ও ১৫৯.৭১ স্ট্রাইক রেটে রান করেছেন। ছ’টি অর্ধশতরান করেছেন এই বাঁহাতি ওপেনার। কমলা টুপির তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। রাজস্থানের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান রিয়ান পরাগের (৩৯৩)। যশস্বীর থেকে ১৬৬ রান কম করেছেন তিনি। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, যশস্বীর মতো বাকিরা ভাল খেলতে পারেননি। তার ফলেই ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেছে রাজস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement