রবীন্দ্র জাডেজা। ছবি: এক্স।
আইপিএলের প্রথম তিন বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন রবীন্দ্র জাডেজা। ২০১১ সালে তিনি চলে যান কোচি টাস্কার্স কেরলে। সেই হিসাবে ১৫ বছর আবার রাজস্থানের জার্সি গায়ে দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার।
আইপিএলের প্রথম দলে আবার ফিরতে পেরে উচ্ছ্বসিত জাডেজা। মাস খানেক আগেই যোগাযোগ করেছিলেন রাজস্থানের কর্ণধার মনোজ বাদালের সঙ্গে। চেন্নাই সুপার কিংস থেকে ১৪ কোটি টাকায় সরাসরি জাডেজাকে কিনে নিয়েছে রাজস্থান। মূলত সঞ্জু স্যামসনের পরিবর্ত হিসাবে তাঁকে নেওয়া হয়েছে।
শনিবার আইপিএলের রিটেনসনের পর বাদালে রাজস্থানের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘প্রায় চার সপ্তাহ আগে জাডেজা আমার সঙ্গে যোগাযোগ করে। অক্টোবরের মাঝামাঝি সময়। আইপিএলে নিজের ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হওয়া খুব উত্তেজিত ছিল তখন। আমাদের দলের হয়েই প্রথম আইপিএল খেলেছিল। সে সব কথা বলছিল। ক্রিকেটার হিসাবে এখান থেকেই উত্থান ওর। জাডেজাকে বেশ আবেগপ্রবণ মনে হচ্ছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘গত কয়েক সপ্তাহে আমাদের বেশ কয়েক বার কথা হয়েছে। শেষ বার যখন সামনাসামনি দেখেছিলাম, তখন ওর বয়স ছিল ২১। এ বার জাডেজার একটু বয়স্ক সংস্করণ দেখব।’’
চেন্নাই থেকে জাডেজাকে ছাড়া সাম কারেনকেও দলে নিয়েছে রাজস্থান। তা নিয়ে বাদালে বলেছেন, ‘‘একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই। আমরা শুধু জাডেজাকে পাওয়ার জন্য এগোইনি। কারেনও আমাদের লক্ষ্য ছিল। দু’জনকে পাওয়ার জন্যই আমরা কথা শুরু করেছিলাম। ওর কথা ভুলে গেলে চলবে না। আমরা এমন দু’জনকে নিতে চেয়েছিলাম, যারা তিন-চার জন ক্রিকেটারের কাজ করে দেবে। আগামী মরসুমের দল আমরা এ ভাবেই তৈরি করতে চাইছি।’’
রাজস্থানের হয়ে আইপিএলে ২৭টি ম্যাচ খেলেছেন জাডেজা। ৪৩০ রান করার পাশাপাশি নিয়েছেন ৬ উইকেট। শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আইপিএলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।