S Sreesanth

Sreesanth: এ বার বলিউডে শ্রীসন্থ, হাসির সিনেমায় নাচবেন, গাইবেন প্রাক্তন জোরে বোলার

অবসর জীবনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার ইচ্ছে রয়েছে শ্রীসন্থের। আপাতত বিভিন্ন দেশে সীমিত ওভারের ক্রিকেট লিগ খেলার পাশাপাশি অভিনয় করতে চান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২১:৩৫
Share:

এ বার বলিউডে শ্রীসন্থ। ফাইল ছবি।

গত মাসেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার শান্তাকুমারণ শ্রীসন্থ। দীর্ঘ দিন পর রঞ্জি ট্রফিতে মাঠে ফিরলেও তেমন সাফল্য পাননি। বাইশ গজে দেখা না গেলেও এ বার তাঁকে বলিউডে দেখা যাবে।

Advertisement

মালয়ালাম সিনেমার পরিচালক সেজি পালুরান বলিউডের একটি সিনেমা করছে। তাতেই একটি আইটেম নাম্বারে দেখা যাবে শ্রীসন্থকে। গানের সঙ্গে নাচবেন প্রাক্তন জোরে বোলার। শুধু তাই নয় সিনেমায় একটি গানও গাইবেন তিনি। কোচির একটি স্টুডিয়োতে গানের রেকর্ডিং শুরু হয়েছে।

এর আগে তামিল সিনেমায় দেখা গিয়েছে শ্রীসন্থকে। এ বার বলিউডের সিনেমায় সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘সত্যি সম্মানিত বোধ করছি। এনএনজি ফিল্মসকে ধন্যবাদ। বিশেষ করে পালুরানকে ধন্যবাদ জানাতে চাই। সঙ্গীত নির্দেশক সঞ্জীবকেও ধন্যবাদ। হিন্দি সিনেমায় এটাই আমার প্রথম কাজ। এই সিনেমায় আমার একটি করে নাচ এবং গান রয়েছে। নির্দেশক এবং কেরালার মানুষের সমর্থন পাওয়ায় দারুণ লাগছে। অবসর নেওয়ার পর ওঁদের প্রচুর সমর্থন পেয়েছি। আমার পরিবারে কেউ শিল্পী নেই। এটা আমার পেশাও নয়। কিন্তু আমি এখানেও নিজের ১০০ শতাংশই দেব। সকলকে সম্মান জানিয়েই বলছি অন্য যে ক্রিকেটার বা ক্রীড়াবিদরা অভিনয় করেছেন, আমি তাঁদের সকলের থেকে অনেক ভাল কাজ করব।’’ আগে সিনেমা করলেও নাচের দৃশ্য ছিল না। এ বার সেই সুযোগ পাওয়ায় দারুণ খুশি তিনি।

Advertisement

নিজের চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। শ্রীসন্থ শুধু বলেছেন, ‘‘আমি একটা ভাল চরিত্রে অভিনয় করছি। রিয়েলিটি শোয়ে মানুষ আমার নাচ দেখেছেন। এ বার আণার নাচ দেখবেন একটা মজার সিনেমায়। আমি আপনাদের আগ্রহ ধরে রাখতে চাই শেষ পর্যন্ত। আগে কখনই সে ভাবে নাচিনি। তামিল সিনেমাতেও না। তাই আমি খুবই উত্তেজিত। কাজটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং।’’

অবসর জীবনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার ইচ্ছে রয়েছে শ্রীসন্থের। আপাতত বিভিন্ন দেশে সীমিত ওভারের ক্রিকেট লিগ খেলার পাশাপাশি সুযোগ পেলে অভিনয় করতে চান। সেটা করার সুযোগ পাবেন, তাতেই নিজের সেরাটা দিতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন