বাগ্দানের মুহূর্তে অর্জুন তেন্ডুলকর (বাঁ দিকে) ও সানিয়া চন্দোক। —ফাইল চিত্র।
ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্দান হয়েছে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনের। বাগ্দানের পর সচিনের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে সানিয়াকে। বিয়ের আগেই সানিয়াকে নিয়ে ‘মধুচন্দ্রিমা’ অর্জুনের! সচিনের কন্যা সারার পোস্ট করা কিছু ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে।
গত মাসে সানিয়ার সঙ্গে বাগ্দান হয়েছে অর্জুনের। কিন্তু গত ১০ জুন সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন সারা। দুবাই ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সানিয়াকে। আরও একটি ছবিতে ভাই অর্জুনের সঙ্গে রয়েছেন সারা। দু’টি ছবি এক জায়গায় তোলা। ছবি দু’টিতে একই পোশাকে দেখা গিয়েছে সারাকে।
সারার সঙ্গে সানিয়ার সম্পর্ক যে বেশ ভাল তা বাগ্দানের পর দু’জনের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে। কিন্তু বাগ্দানের আগেই যে তাঁদের ভাল বন্ধুত্ব ছিল, তা দুবাই ভ্রমণের ছবি থেকে স্পষ্ট। সানিয়া ছাড়া সারার আরও এক বান্ধবীকে সেখানে দেখা যাচ্ছে। জল্পনা শুরু হয়েছে, বাগ্দানের আগেই সানিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন অর্জুন। সঙ্গে ছিলেন সারাও। কেউ কেউ তো সমাজমাধ্যমে বলছেন, বিয়ের আগেই ‘মধুচন্দ্রিমা’ সেরে ফেলেছেন সচিন-পুত্র।
অর্জুনের সঙ্গে বাগ্দানের পর সচিনের বাড়িতে বেশ কয়েক বার দেখা গিয়েছে সানিয়াকে। সারার স্টুডিয়োর উদ্বোধনের আগে বাড়িতে পুজো করেছিলেন সচিন। সেখানে ছিলেন সানিয়া। পরে সারার স্টুডিয়োর ফিতে কাটার সময়ও উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সেই সব অনুষ্ঠানে অর্জুনকে দেখা যাচ্ছিল না। অবশেষে দেখা গিয়েছে তাঁকে। গত ২৯ অগস্ট সচিনের মা রজনীর জন্মদিন ছিল। এই অনুষ্ঠানে পরিবার ও আত্মীয়েরা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেন সচিন। ছবিতে সচিনের স্ত্রী অঞ্জলি, কন্যা সারা ও পুত্র অর্জুনকে দেখা যায়। সেখানে ছিলেন সানিয়াও। বাগ্দানের পর এই প্রথম বার এক ফ্রেমে দেখা যায় দু’জনকে।
পুত্রের বাগ্দানের পর অবশ্য কোনও পোস্ট করেননি সচিন। তাই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা মিটিয়েছেন সচিনই। কয়েক দিন আগে সমাজমাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ (যা খুশি জিজ্ঞাসা করো) পর্বের আয়োজন করেছিলেন সচিন। সেখানেই এক ভক্ত অর্জুন-সানিয়ার বাগ্দানের সত্যতা নিয়ে প্রশ্ন করেন। সচিন উত্তর দেন, “হ্যাঁ, ওর বাগ্দান হয়েছে। ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমরা সকলেই খুব উত্তেজিত।” এই একটি উত্তরেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পুত্রের বাগ্দান হয়ে গিয়েছে।
অর্জুনের হবু বউ সানিয়া ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবারের খাবার এবং হোটেলের ব্যবসা রয়েছে। এ ছাড়া দু’টি নামী আইসক্রিম সংস্থার মালিক তারা। সানিয়া অবশ্য পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত নন। তিনি পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০-তে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া পশুপ্রেমী। মুম্বইয়ের মানুষদের মধ্যে পোষ্যের জনপ্রিয়তা দেখে ‘মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখার কাজ করা হয়। তবে এখনও পর্যন্ত বিশেষ লাভের মুখ দেখেননি।