পাকিস্তানের ক্রিকেটারদের উচ্ছ্বাসের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।
এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল পাকিস্তান। শেষ ওভারে জিতেছে তারা। এক দিনের দলের অধিনায়ক হিসাবে শাহিন শাহ আফ্রিদির শুরুটা হল জয় দিয়েই।
১৭ বছর পর ফয়সালাবাদে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেখানে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে দু’উইকেট বাকি থাকতে জেতে পাকিস্তান। অনভিজ্ঞ দল নিয়েও দক্ষিণ আফ্রিকা লড়াই করেছে। শেষ পাঁচ ওভারে পাকিস্তানের চারটি উইকেট ফেলে দিয়েও অবশ্য জিততে পারেনি।
এ দিন পাকিস্তানের বিরুদ্ধে টানা ছ’টি ম্যাচে টস হারে দক্ষিণ আফ্রিকা। শুরুটা খারাপ করেনি তারা। লুয়ান দ্রে প্রিটোরিয়াস (৫৭) এবং কুইন্টন ডি’ককের (৬৩) সৌজন্যে ওপেনিং জুটিতে ৯৮ রান উঠে যায়। পরের দিকে ভাল খেলেন ম্যাথু ব্রিৎজ়কে (৪২) এবং করবিন বশ। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন নাসিম শাহ এবং আবরার আহমেদ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে পাকিস্তানও। দুই ওপেনার ফখর জ়মান (৪৫) এবং সাইম আয়ুব (৩৯) মিলে ৮৬ রান তুলে দেন। তবে কয়েক ওভারের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এ দিনও ব্যর্থ বাবর আজ়ম (৭)। চাপের মুখ থেকে দলের হাল ধরেন মহম্মদ রিজ়ওয়ান (৫৫) এবং সলমন আঘা (৬২)। সদ্য অধিনায়কত্ব হারানো রিজ়ওয়ান দায়িত্ব নিয়ে ইনিংস খেলেছেন। তবে আগাগোড়া প্রোটিয়া বোলারদের চাপে রাখার জন্য বেশি কৃতিত্ব প্রাপ্য সলমনেরই।
শেষ দিকে পর পর কয়েকটি উইকেট হারিয়ে হঠাৎই নিজেদের চাপে ফেলে দিয়েছিল পাকিস্তান। তবে শাহিন (অপরাজিত ৪) ক্রিজ়ে থেকে দলকে জিতিয়ে দেন।