Jasprit Bumrah

ঠিক কবে থেকে আরও ভাল ক্রিকেটার হয়েছেন বুমরাহ, জানালেন স্ত্রী সঞ্জনা, বললেন জসপ্রীতের ‘দুষ্টুমি’র কথাও

দেড় বছর আগে বাবা হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তার পর থেকে আরও ভাল ক্রিকেটার হয়ে উঠেছেন বুমরাহ। এমনই মত তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের। স্বামীর ‘দুষ্টুমি’র কথাও বলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৩:১৯
Share:

স্ত্রী সঞ্জনার (বাঁ দিকে) সঙ্গে বুমরাহ। ছবি: সমাজমাধ্যম।

দেড় বছর আগে বাবা হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। জন্ম হয়েছিল ছেলে অঙ্গদের। তার পর থেকে আরও ভাল ক্রিকেটার হয়ে উঠেছেন বুমরাহ। এমনই মত তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের। দায়িত্ববোধ বেড়ে গেলেও বুমরাহের রসিকতা যে কমেনি এটাও উল্লেখ করেছেন তিনি। স্বামীর ‘দুষ্টুমি’র কথাও বলেছেন তিনি।

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে সঞ্জনা বলেছেন, “সন্তান হওয়ার সময় জসপ্রীত এশিয়া কাপ খেলতে ব্যস্ত ছিল। তবু ঠিক সময়ে আমার কাছে পৌঁছে গিয়েছিল। খুব জোর গলায় সবার সামনে বলতে চাই না। তবে আমার ধারণা, অঙ্গদ হওয়ার পর আরও ভাল ক্রিকেটার হয়েছে বুমরাহ। যদি দিনের শেষে আপনি একটা শান্তিপূর্ণ বাড়িতে ফেরেন যেখানে শুধু বাবা এবং স্বামী হয়ে থাকতে পারবেন, সেটা আপনাকে খুবই সাহায্য করবে।”

সঞ্জনা নিজে ক্রীড়া সঞ্চালক। বিয়ের পরেও একাধিক বার বুমরাহের সাক্ষাৎকার নিয়েছেন। তাতে দেখেছেন, ক্যামেরার সামনে বুমরাহ মজা করার সুযোগ হাতছাড়া করেন না। সঞ্জনার কথায়, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি ওর সাক্ষাৎকার নিচ্ছিলাম। সমানে মজা করে যাচ্ছিল। কখনও চোখ টিপছিল, কখনও হাসছিল। ইচ্ছা করে আমার মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে চাইছিল। বুঝতে পারছিল আমাকে খুব কষ্ট করে মনঃসংযোগ ধরে রাখতে হচ্ছে।”

Advertisement

দু’জনের দাম্পত্যও বুমরাহের সাফল্যের একটা কারণ বলে মনে করেন সঞ্জনা। তাঁর কথায়, “গল্প করার জন্য বুমরাহ আমার সেরা বন্ধু। ওর সঙ্গে বিছানায় শুয়ে একসঙ্গে চকোলেট খাই। ওটিটি-তে সিনেমা দেখি। বা সারা দিন ধরে কী কী করলাম সেই গল্প করি। এগুলোই আমাদের জীবনে অনেকটা শান্তি এনে দেয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement