Virat Kohli

বাঙ্গার-তনয়া অনয়ার সঙ্গে অনুশীলন করতেন কোহলি, জেনেছিলেন চাপ সামলানোর কৌশল

সঞ্জয় বাঙ্গারের কন্যা জানিয়েছেন, কোহলি তাঁর বাবার সঙ্গে অনুশীলন করতেন। সেই সময় যোগ দিতেন তিনিও। কোহলির থেকে উপদেশও পেয়েছেন বলে জানিয়েছেন অনয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২২:১৪
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বিরাট কোহলির সঙ্গে অনুশীলন করতেন অনয়া বাঙ্গার। সঞ্জয় বাঙ্গারের কন্যা জানিয়েছেন, কোহলি তাঁর বাবার সঙ্গে অনুশীলন করতেন। সেই সময় যোগ দিতেন তিনিও। কোহলির থেকে উপদেশও পেয়েছেন বলে জানিয়েছেন অনয়া।

Advertisement

‘ফিল্মিজ্ঞান’ নামক একটি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেন, “কোহলির সঙ্গে বেশ কয়েক বার দেখা হয়েছে। আমি ওর সঙ্গে অনুশীলনও করেছি। আমাকে অনেক পরামর্শ দিয়েছে। আমার ব্যাটিং দেখেছে। খুব কাছ থেকে আমি ওর ব্যাটিং দেখেছি। এক বার জিজ্ঞেস করেছিলাম, কী ভাবে চাপ সামলায়। বলেছিল, ও তত ক্ষণ অনুশীলন করে, যত ক্ষণ না নিজের বিশ্বাস করার ক্ষমতা তৈরি হয়। মাঠে নেমে ও কী করতে পারে, সেটা ও জানে। নিজের উপর সেই বিশ্বাসটা আছে কোহলির।”

সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। দেশের হয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন। ৯২৩০ রান করেছেন। ৩০টি শতরান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। ফলে দেশের হয়ে এখন থেকে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। শনিবার খেলতে নামবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

Advertisement

গত বছর অনয়া জানিয়েছিলেন তাঁর লিঙ্গ পরিবর্তন করার কথা। বাঙ্গারের সন্তান অনয়া এখন পুরুষ থেকে মহিলা। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয়। তাঁর কন্যা অনয়া জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের পর তাঁকে ঠিক কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বেশ কয়েক জন ক্রিকেটার তাঁদের নগ্ন ছবি পাঠাতেন অনয়াকে। এমনকি এক জন প্রাক্তন ক্রিকেটার যৌন সম্পর্কের প্রস্তাবও দেন বলে জানিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement