Shubman Gill

শুভমন কি নিজেকে কোহলি ভাবছে নাকি? ভারত অধিনায়কের আগ্রাসনের সমালোচনায় মঞ্জরেকর

লর্ডস টেস্টে ইংরেজ ক্রিকেটারদের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শুভমন গিল। ইংল্যান্ডের সময় নষ্ট করা দেখে তর্কাতর্কি করেছিলেন জাক ক্রলির সঙ্গে। সেই আচরণ নিয়ে তাঁর সমালোচনা করেছেন সঞ্জয় মঞ্জরেকর। কী বলেছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:৩৩
Share:

শুভমন গিল। ছবি: সমাজমাধ্যম।

লর্ডস টেস্টে ইংরেজ ক্রিকেটারদের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শুভমন গিল। ইংল্যান্ডের সময় নষ্ট করা দেখে তর্কাতর্কি করেছিলেন জাক ক্রলির সঙ্গে। সেই আচরণ নিয়ে তাঁর সমালোচনা করেছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর পরামর্শ, শুভমন যেন নিজেকে বিরাট কোহলি না ভাবতে শুরু করেন।

Advertisement

কোহলি আগাগোড়া আগ্রাসী ক্রিকেটার বলেই পরিচিত। অধিনায়ক থাকার সময় আগ্রাসন আরও বেশি ছিল। বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা হলে তা কোহলির পারফরম্যান্স আরও বাড়িয়ে দিত। তবে মঞ্জরেকরের মতে, শুভমনের ক্ষেত্রে তার উল্টোটাই হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ছে পারফরম্যান্সে।

‘ক্রিকইনফো’ ওয়েবসাইটে মঞ্জরেকর বলেছেন, “কোহলির সঙ্গে বিপক্ষের ঝামেলা হলে সেটা ওর খিদে আরও বাড়িয়ে দিত। কোহলি আরও ভাল ব্যাটার হয়ে উঠত। শুভমনের ক্ষেত্রে সেটাই সবচেয়ে হতাশাজনক লেগেছে। ভাবছিলাম, এ কোন দিকে এগিয়ে যাচ্ছে শুভমন?”

Advertisement

মঞ্জরেকরের সংযোজন, “ব্যাটার শুভমনকে আগের মতো স্বাভাবিক দেখতে পাইনি। ব্যাট করতে নামার সময় বেশ অস্থির লাগছিল। এখনকার দিনে স্টাম্প মাইকের সৌজন্যে সব কথাই আমাদের কানে আসে। বুঝেছিলাম যে ব্যক্তিগত আক্রমণ করেছে ইংরেজদের।”

মঞ্জরেকরের মতে, শুভমন আগে এ রকম ছিলেন না। অধিনায়ক হওয়ার পরেই তাঁর এই রূপ দেখা যাচ্ছে। তিনি বলেছেন, “যদি শুভমনের মধ্যে এই আগ্রাসন আগে থেকেই থাকে, তা হলে সেটা দেখা যায়নি কেন? অধিনায়ক হলেই আগ্রাসী হতে হবে এমন কোনও মানে নেই। তা হলে কি এই সিরিজ়‌ে রান পেয়েছে বলেই আচমকা ওর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে?”

মঞ্জরেকর আরও বলেছেন, “কোহলির মধ্যে আগ্রাসন সব সময়েই ছিল। অধিনায়ক না থাকলেও ওর মানসিকতা একই রকম থেকেছে। ম্যাচের ভিতরে ঢুকে যেতে চাইত। শুভমনকে আগে কোনও দিন এ ভাবে দেখিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement