IPL 2025

দ্রাবিড়কে দেখেই শিখেছেন নেতৃত্ব দেওয়া, আইপিএলে আবার জুটি বাঁধতে পেরে আপ্লুত সঞ্জু

এই নিয়ে টানা পাঁচ বছর রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন তিনি। তবে এ বার পাশে পাবেন রাহুল দ্রাবিড়কে। রাজস্থানের কোচ হিসাবে আবার ফিরেছেন দ্রাবিড়। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পেরে আপ্লুত সঞ্জু। জানালেন, দ্রাবিড়কে দেখেই তিনি নেতৃত্ব দিতে শিখেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২৩:১৯
Share:

সঞ্জু স্যামসন (বাঁ দিকে) এবং রাহুল দ্রাবিড়। ছবি: সমাজমাধ্যম।

এই নিয়ে টানা পাঁচ বছর রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন তিনি। তবে এ বার পাশে পাবেন রাহুল দ্রাবিড়। রাজস্থানের কোচ হিসাবে আবার ফিরেছেন দ্রাবিড়। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পেরে আপ্লুত সঞ্জু। জানালেন, দ্রাবিড়কে দেখেই তিনি নেতৃত্ব দিতে শিখেছেন।

Advertisement

২০১২-১৩ সালে রাজস্থানের নেতা ছিলেন দ্রাবিড়। তখনই একটি ট্রায়াল থেকে সঞ্জুকে খুঁজে বার করেন। ২০১৪-১৫ সাল দ্রাবিড় কাজ করেছেন রাজস্থানের টিম ডিরেক্টর হিসাবে। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং ভারতীয় দল ঘুরে আবার ফিরেছেন রাজস্থানে।

যে ভাবে দ্রাবিড় নেতৃত্ব দিতেন তা এখনও মুগ্ধ করে সঞ্জুকে। সিনিয়র এবং নতুন মুখদের সঙ্গে দ্রাবিড়ের কথা বলার ধরনের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। সঞ্জু বলেছেন, “অধিনায়ক হিসাবে দ্রাবিড় স্যরকে চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছে। মাঠ এবং মাঠের বাইরে, দু’জায়গাতেই ওঁর দক্ষতা প্রশ্নাতীত। অধিনায়ক থাকাকালীন কোনও দিন ঐচ্ছিক অনুশীলন কামাই করেননি।”

Advertisement

সঞ্জুর সংযোজন, “সাজঘরে যে ভাবে তরুণদের সঙ্গে কথা বলতেন, যে ভাবে সিনিয়রদের বোঝাতেন এবং টিম মিটিং আয়োজন করতেন, যে ভাবে নতুন ক্রিকেটারদের বুকে টেনে নিতেন সবই মুগ্ধ করার মতো। এই ছোট ছোট জিনিসগুলোই আমি নিজে নেতৃত্ব দেওয়ার সময় খেয়াল রেখেছি। একই জিনিস অনুসরণ করার চেষ্টা করি।”

দ্রাবিড় রাজস্থানে ফেরায় সঞ্জুর খুশি বাধ মানছে না। তিনি বলেছেন, “এখন আমি অধিনায়ক, রাহুল স্যর এত বছর পর রাজস্থানে ফিরেছেন। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। ওঁর অধীনে রাজস্থান এবং ভারতীয় দলে খেলেছি। কিন্তু অধিনায়ক হিসাবে ওঁর মতো কোচকে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। আগামী বছরগুলোয় ওঁর থেকে অনেক কিছু শেখার অপেক্ষায় রয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement