Musheer Khan

ব্যাট হাতে ১২৩, বল হাতে ৬ উইকেট! ইংল্যান্ডে দাপট ভারতীয় ক্রিকেটারের ভাইয়ের

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের দলে সুযোগ পাননি তাঁর দাদা। কিন্তু অন্য দলের হয়ে খেলতে গিয়ে দাপট দেখালেন ভাই। ইংল্যান্ড সফরে ব্যাট-বল হাতে ভাল খেলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৭:১৬
Share:

মুশির খান। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের দলে সুযোগ পাননি তাঁর দাদা। কিন্তু অন্য দলের হয়ে খেলতে গিয়ে দাপট দেখালেন ভাই। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা (এমসিএ) উঠতি ক্রিকেটারদের নিয়ে গিয়েছে ইংল্যান্ড সফরে। সেখানই ব্যাট-বল হাতে ভাল খেলেছেন মুশির খান।

Advertisement

ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন মুশিরের দাদা সরফরাজ খান। মূল দলে সুযোগ পাননি তিনি। তবে এমসিএ দলের হয়ে তাঁর ভাই মুশির খেলছেন। নর্দ্যাম্পটনশায়ার একাদশের বিরুদ্ধে প্রথম দিনেই তিনি চমকে দিয়েছেন। ব্যাট হাতে ১৪৯ বলে ১২৩ রান করেন মুশির। এমসিএ ৪৪৮ রান তোলে। এর পর বল হাতে ৬ উইকেট নেন তিনি। ৮.২ ওভার বল করে ৩১ রান দিয়েছেন মুশির।

মুশিরের শতরানের পরেই তাঁকে আউট করে দেন শারিক শেখ। এমসিএ-র হয়ে শতরান করেছেন মনন ভাটও। মুশিরের বলের সৌজন্যে নর্দ্যাম্পটনশায়ার প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে যায়। তাদের ফলো-অন করিয়েছে এমসিএ। দ্বিতীয় ইনিংসে নর্দ্যাম্পটনশায়ারের স্কোর ৯০/৩।

Advertisement

গত মরসুমের রঞ্জি ট্রফিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছিলেন মুশির। তরুণতম ক্রিকেটার হিসাবে রঞ্জি ট্রফির ফাইনালে শতরান করেছিলেন। ট্রফিও জিতেছিল মুম্বই। এর পর সেপ্টেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির। দ্রুত সেরে উঠেছেন।

গত বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উত্থান শুরু মুশিরের। দু’টি শতরান করেছিলেন সেই প্রতিযোগিতায়। এর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পেয়েও শতরান করেন। নিয়মিত ব্যবধানে রান করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement