Asia Cup 2025

রবিবার ভারত-পাকিস্তান, এশিয়া কাপের সুপার ফোরে বাকি ম্যাচ কবে, কখন?

এশিয়া কাপের সুপার ফোরে ওঠা প্রতিটি দল বাকি তিনটি দলের সঙ্গে খেলবে। অর্থাৎ, প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। পর পর দু’দিন খেলতে হবে বাংলাদেশকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭
Share:

ভারত-পাকিস্তান প্রথম ম্যাচের টসের সময় সলমন আঘা এবং সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার প্রতিপক্ষ ভারত এবং ওমান। এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। কারণ ভারত আগেই সুপার ফোরে উঠে গিয়েছে। আর ওমানের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পর চূড়ান্ত হয়ে গিয়েছে সুপার ফোরের চার দল।

Advertisement

শ্রীলঙ্কার জয়ে চতুর্থ দল হিসাবে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছেছে বাংলাদেশ। ছিটকে গিয়েছে রশিদ খানের আফগানিস্তান। গ্রুপ ‘এ’ থেকে শেষ চারে উঠেছে ভারত এবং পাকিস্তান। সূচি অনুযায়ী, সুপার ফোরে ওঠা প্রতিটি দল বাকি তিনটি দলের সঙ্গে খেলবে। অর্থাৎ, প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। সুপার ফোর পর্বের ম্যাচগুলি হবে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সুপার ফোরের সূচি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রথম দিন, অর্থাৎ ২০ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ২২ সেপ্টেম্বর কোনও খেলা নেই। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ২৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা পাকিস্তানের সঙ্গে। পর পর দু’দিন ম্যাচ খেলতে হবে লিটন দাসের দলকে। সুপার ফোর পর্বের শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর। সে দিন ভারত-শ্রীলঙ্কা লড়াই। সুপার ফোর পর্বের সেরা দুই দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল। ভারত এবং পাকিস্তান দু’দলই ফাইনালে পৌঁছোলে এশিয়া কাপে তিন বার সূর্যকুমার যাদবেরা মুখোমুখি হবেন সলমন আলি আঘাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement