Shreyas Iyer

নার্সদের সঙ্গে মজা করছেন শ্রেয়স, পাশে থাকতে সিডনি যাচ্ছেন বোন, ছটপুজোয় আয়ারের জন্য প্রার্থনা সূর্যের মায়ের

ইতিমধ্যেই অনেকটা সুস্থ শ্রেয়স আয়ার। মজা করছেন নার্সদের সঙ্গে। দাদার পাশে থাকতে সিডনি উড়ে যাচ্ছেন বোন শ্রেষ্ঠা। এ দিকে, শ্রেয়সের দ্রুত সুস্থতা কামনা করে ছটপুজোয় প্রার্থনা করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের মা-কে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Share:

হাসপাতালে শ্রেয়সের নিজস্বী। ছবি: সমাজমাধ্যম।

প্লীহার ক্ষত সারিয়ে ইতিমধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন শ্রেয়স আয়ার। তাঁর অস্ত্রোপচারও হয়েছে। চিকিৎসকেরা যেমন ভেবেছিলেন তার থেকেও আগে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার। দাদার পাশে থাকতে সিডনি উড়ে যাচ্ছেন বোন শ্রেষ্ঠা। এ দিকে, শ্রেয়সের দ্রুত সুস্থতা কামনা করে ছটপুজোয় প্রার্থনা করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের মা-কে।

Advertisement

সিডনির হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে শ্রেয়সের। দু’দিন আগেই তাঁকে আইসিইউ থেকে বার করা হয়েছে। এখন সাধারণ বেডে রয়েছেন। সেখানেই কর্তব্যরত নার্সদের সঙ্গে হাসিঠাট্টা, মজা করছেন বলে জানা গিয়েছে। বোঝা গিয়েছে, তিনি এখন অনেকটাই স্থিতিশীল।

ছেলের পাশে থাকতে শ্রেয়সের বাবা এবং মা সিডনি যাবেন বলে জানা গিয়েছে। ভিসা পেতে দেরি হওয়ায় তাঁরা সেই যাত্রা বাতিল করেন। তবে শ্রেয়সের বোন শ্রেষ্ঠা সিডনি যাচ্ছেন। ভারতীয় বোর্ডই যাবতীয় ব্যবস্থা করে দিয়েছে বলে জানা গিয়েছে। বুধবারই তিনি সিডনির উদ্দেশে রওনা দেবেন। শ্রেয়স যত দিন না দেশে ফিরছেন তত দিন তিনি সঙ্গে থাকবেন।

Advertisement

শ্রেয়সের চিকিৎসার জন্য সিডনিতে সর্ব ক্ষণ পাশে আছেন বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান। পাশাপাশি মুম্বই থেকে অনবরত যোগাযোগ রেখে যাচ্ছেন দীনশ পারদিওলা। তিনিই সিডনির ওই হাসপাতালকে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। পারদিওলা প্রশংসা করেছেন মাঠে থাকা চিকিৎসকদের, যাঁরা দ্রুত শ্রেয়সকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। না হলে পরিস্থিতি আরও বিগড়ে যেত।

এ দিকে, ছটপুজো দিতে গিয়ে সূর্যের মায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, “আমি এটাই বলতে চাই, আপনারা সকলে শ্রেয়স আয়ারের জন্য প্রার্থনা করুন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায়। কাল আমি শুনেছি ওর শরীর ঠিক নেই। আমার একদম ভাল লাগছে না শুনে।”

সূর্য নিজেও কথা বলেছেন শ্রেয়সকে নিয়ে। মঙ্গলবার তিনি বলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। তবে গত দু’দিন ধরে শ্রেয়সের সঙ্গে কথা হচ্ছে। যখন ও কথা বলতে পারছে, মেসেজের জবাব দিতে পারছে, তার মানে ও এখন অনেকটাই সুস্থ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement