শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।
এশিয়া কাপের দলে নেওয়া হয়নি তাঁকে। নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছিলেন, তাঁদের বেছে নেওয়া দলে শ্রেয়স আয়ারকে নেওয়ার জায়গাই নেই। সেই ঘটনার পর প্রথম বার মুখ খুললেন শ্রেয়স। জানিয়েছেন, এই ধরনের ঘটনার পর আবেগ ঠিক রাখা সহজ কাজ নয়।
আইপিএলে পঞ্জাব কিংসে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার পরেও এশিয়া কাপের দলে জায়গা না হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি ‘আইকু ইন্ডিয়া’র পডকাস্টে শ্রেয়স বলেছেন, “যখন জানেন যে আপনি দলে থাকার যোগ্য, প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য, তার পরেও বাদ পড়লে খুব হতাশ লাগে। নিঃসন্দেহে এশিয়া কাপ থেকে বাদ পড়েও আমি খুব হতাশ হয়েছি।”
তবে শ্রেয়স মেনে নিয়েছেন, দলের স্বার্থের কাছে ব্যক্তিগত ইচ্ছা কিছুই নয়। বলেছেন, “একই সময়ে যদি দেখি কোনও ক্রিকেটার ভাল খেলছে, ধারাবাহিক ভাবে রান করার জন্য দলে জায়গা পেয়েছে এবং সেখানেও রান করছে, তখন তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই ভাবি না। আসল কথা হল দলের জেতা। দল জিতলে সকলে খুশি হবে।”
দল থেকে বাদ পড়লেও তাঁর পরিশ্রমে ঘাটতি হবে না বলে জানিয়েছেন শ্রেয়স। প্রাক্তন কেকেআর অধিনায়কের কথায়, “সুযোগ না পেলেও আপনাকে নিজের কাজ করে যয়েতেই হবে। যখন কেউ আপনাকে দেখছে, শুধু তখন কাজ করলে হবে না। কেউ না দেখলেও আপনাকে নিজের কাজ চালিয়ে যেতে হবে।”