virat kohli and sunil chhetri

লন্ডনে থাকা কোহলির ফিটনেসের ফল ভারতে বসে জেনে গিয়েছেন সুনীল, বিরাটের তুলনা রোনাল্ডোর সঙ্গে

লন্ডনে থাকলেও কোহলির ফিটনেসে যে মরচে ধরেনি, তা বোঝা গিয়েছে সুনীল ছেত্রীর কথায়। ভারতের ফুটবলার জানিয়েছেন, লন্ডন থেকে নিয়মিত নিজের ফিটনেস পরীক্ষার ফল তাঁর কাছে পাঠান কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং সুনীল ছেত্রী। ছবি: সমাজমাধ্যম।

কিছু দিন আগে লন্ডন থেকে বোর্ডের ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন বিরাট কোহলি। কেন তাঁকে বাড়তি সুবিধা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। তবে লন্ডনে থাকলেও কোহলির ফিটনেসে যে মরচে ধরেনি, তা বোঝা গিয়েছে সুনীল ছেত্রীর কথায়। ভারতের ফুটবলার জানিয়েছেন, লন্ডন থেকে নিয়মিত নিজের ফিটনেস পরীক্ষার ফল তাঁর কাছে পাঠান কোহলি।

Advertisement

‘দেসি পিএল’ পডকাস্টে সুনীল বলেছেন, “কিছু দিন আগে কোহলি আমাকে ওর একটা ফিটনেস পরীক্ষার ফল পাঠাচ্ছিল। এগুলো খুব সংক্রামক। এ ধরনের মানুষকে চিনতে আমার খুব ভাল লাগে। খারাপ দিনে যখন আপনার অলস লাগে, তখন আপনি এই মানুষগুলোর দিকে তাকিয়ে ভাবেন, ‘চলো, শুরু করা যাক’। নিজের ক্ষমতার শীর্ষে থাকার সময় সকলেই বিরাট কোহলি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে চায়। যে ভাবে এরা দু’জন নিজেদের জায়গা ধরে রেখেছে তা অভূতপূর্ব।”

কোহলির মতোই সুনীলও নিজের ফিটনেস নিয়ে সচেতন। অবসর সময়েও নিজেকে ফিট রাখার কাজে ডুবিয়ে রাখেন। দু’জনের সম্পর্কও খুব ভাল। অতীতে বার বার সেটা দেখা গিয়েছে। বেঙ্গালুরু এফসিতে যেমন কোহলি গিয়েছেন, তেমনই সুনীল এসেছেন আইপিএলের দল বেঙ্গালুরুর শিবিরে।

Advertisement

কোহলির ফিটনেস দেখে তাঁর সঙ্গে রোনাল্ডোর তুলনা করেছেন সুনীল। বলেছেন, “আমি ব্যক্তিগত ভাবে রোনাল্ডোকে চিনি না। তবে ওকে দেখেছি, ওকে নিয়ে পড়াশোনা করেছি। আমি কোহলিকে চিনি। দু’জনের মধ্যে একটা মিল হল, ওরা দু’জনেই পেশাদার জীবনে যা অর্জন করেছে তা নিয়ে খুশি নয়। আমি এই জিনিসটা ওদের দু’জনের থেকেই বার বার শিখেছি। যখন থেকে আপনি ভাবতে শুরু করবে নিজের জীবনে কী ভাল বা কী খারাপ কাজ করেছেন, তখন থেকেই একটা ছোট বৃত্তের মধ্যে ঢুকে পড়তে শুরু করবেন।”

সুনীলের সংযোজন, “ওদের ভাবনাচিন্তা, আজ যা হয়েছে হয়েছে। কাল নতুন শুরু। না হলে কোহলি বা রোনাল্ডোরা কখনওই নিজেদের সেরাটা দিতে পারবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement