Asia Cup 2025

প্রকাশ্যে ভারতের এশিয়া কাপের জার্সি, নেই স্পনসরের নাম, কোন জার্সি পরে খেলবেন সূর্যকুমারেরা?

আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে, রবিবার প্রকাশ্যে এসেছে ভারতের এশিয়া কাপের জার্সি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সমাজমাধ্যমে ভারতের জার্সির ছবি পোস্ট করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৭
Share:

অনুশীলনে সূর্যকুমার যাদব। ছবি: সমাজমাধ্যম।

আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে, রবিবার প্রকাশ্যে এসেছে ভারতের এশিয়া কাপের জার্সি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সমাজমাধ্যমে ভারতের জার্সির ছবি পোস্ট করেছে। স্বাভাবিক ভাবেই সেই জার্সিতে নেই স্পনসরের নাম। ভারতের টি-টোয়েন্টির জার্সিতে বিশেষ বদলও আনা হয়নি।

Advertisement

দুবাইয়ে পৌঁছনোর পর প্রতি দিনই অনুশীলন করছে ভারতীয় দল। তার মাঝেই এই জার্সি প্রকাশ্যে আনা হয়েছে। জার্সি প্রকাশের ভিডিয়োয় ভারতের একাধিক ক্রিকেটার বক্তব্য রেখেছেন। এশিয়া কাপ আবার ভারতে ফেরানোর সঙ্কল্প রয়েছে প্রত্যেকের কথাতেই। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “গত বারের চ্যাম্পিয়নেরা আবার ফিরে এসেছে।”

শুভমনের গায়ে নতুন জার্সি। ছবি: সমাজমাধ্যম।

অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, “এই লড়াই এশিয়ার সেরা হওয়ার।” সঞ্জু স্যামসন বলেছেন, “প্রতিযোগিতাটা আমরা মোটেই হালকা ভাবে নিচ্ছি না।” অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য বলে উঠেছেন, “আমাদের লড়াই সম্ভ্রম এবং সম্মান আদায়ের। আমরা নিজেদের সেরাটা দিতে তৈরি।” জোরে বোলার অর্শদীপ সিংহ বলেন, “দেশের স্বপ্নই আমাদের কাছে সব।” একদম শেষে আবার সূর্যকুমার এসে বলেছেন, “আমরা আবার চ্যাম্পিয়ন হতে এসে গিয়েছি।”

Advertisement

জার্সি নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ‘ড্রিম ১১’ সরে যাওয়ার পর ভারত যে স্পনসর ছাড়াই নামবে সেটা আগেই জানা গিয়েছিল। সেই মতো ভারতের জার্সিতে নেই কোনও স্পনসরের নাম। নীল রংয়ের জার্সিতে বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি।

ভারত আট বার এশিয়া কাপ জিতেছে। বুধবার আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। এর পরের দুই প্রতিপক্ষ পাকিস্তান (১৪ সেপ্টেম্বর) এবং ওমান (১৯ সেপ্টেম্বর)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement