AFC U23 Asian Cup Qualifier

বিশ্বকাপ খেলা কাতারের সঙ্গে লড়াই ভারতের ছোটদের, বিতর্কিত পেনাল্টিতে হার অনূর্ধ্ব-২৩ দলের

অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ হয়ে যায়নি ভারতের। গ্রুপের শেষ ম্যাচে ব্রুনেইকে বড় ব্যবধানে হারাতে পারলে যোগ্যতা অর্জন করতে পারে নৌসাদ মুসার দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯
Share:

ভারত-কাতার ম্যাচে বল দখলের লড়াই। ছবি: এক্স।

শক্তিশালী কাতারের বিরুদ্ধে সমানে সমানে পাল্লা দিলেন ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবলারেরা। অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ১-২ গোলে হারতে হলেও প্রশংসিত হয়েছে ভারতের যুব ফুটবলারদের খেলা। কাতারের জয় নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। গত ফুটবল বিশ্বকাপের আয়োজকদের বিরুদ্ধে গুটিয়ে থাকেননি মহম্মদ সুহেল, পার্থিব গগৈয়েরা। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় কাতার। কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে গোল করেন আল হাশমি মহিয়ালদিন। ৪১ মিনিটে ভারত গোল করার ভাল সুযোগ পেয়েছিল। তবে কাতারের গোলরক্ষক সেই চেষ্টা ব্যর্থ করে দেন।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও হাল ছাড়েননি নৌসাদ মুসার দল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। ৫২ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান সুহেল। তবে রেফারিং নিয়ে ভারতীয় ফুটবলারদের কিছুটা অসন্তুষ্ট দেখাচ্ছিল। সেই অসন্তোষ আরও বৃদ্ধি পায় ৬৫ মিনিটে। বল দখলের লড়াইয়ে বক্সের মধ্যে কাতারের এক ফুটবলার পড়ে গেলে সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। একই সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখান পরমবীর সিংহকে। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রিপ্লেতে দেখা গিয়েছে, পরমবীর কাতারের ওই ফুটবলারকে ফাউল করেননি। তিনি নিজেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাই লাল কার্ড এবং পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

কাতার অবশ্য সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জাসেম শারশানি। ১০ জনে হয়ে যাওয়ার পর আর গোল শোধ করতে পারেনি ভারত। তবু সমানে সমানে লড়াইয়ের চেষ্টা করেছেন ভারতের যুব ফুটবলারেরা। ভারতের পক্ষে বল পজেশন ছিল ৫১ শতাংশ।

কাতারের কাছে হারলেও মূলপর্বে যাওয়ার আশা রয়েছে ভারতের। আগামী ৯ সেপ্টেম্বর ব্রুনেইয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতের অনূর্ধ্ব-২৩ দলকে। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement