India vs South Africa 2025

অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল ৫০-এ, অজ্ঞান হয়ে গিয়েছিলেন শ্রেয়স, এখনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড

সিডনির হাসপাতালে চিকিৎসার পর দেশে ফিরেছেন শ্রেয়স আয়ার। তবু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে তাঁকে খেলাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৮:০৭
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আহত হয়েছিলেন শ্রেয়স আয়ার। সিডনির হাসপাতালে চিকিৎসার পর দেশে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার। কতটা গুরুতর ছিল তাঁর আঘাত? সে সময় শ্রেয়সের শারীরিক পরিস্থিতি নিয়ে এক উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে।

Advertisement

সিডনির হাসপাতালের আইসিইউয়ে কয়েক দিন রেখে শ্রেয়সের চিকিৎসা করা হয়েছিল। জানা গিয়েছিল, তাঁর প্লীহা থেকে রক্তক্ষরণ হয়েছিল। শুধু এটুকু নয়। আরও উদ্বেগজনক ছিল ভারতীয় ব্যাটারের পরিস্থিতি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সে সময়ে শ্রেয়সের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা। তিনি বলেছেন, ‘‘পরিস্থিতি বেশ চিন্তার ছিল। শ্রেয়সের শরীরে অক্সিজেনের মাত্রা ৫০-এ নেমে গিয়েছিল। ১০ মিনিট ঠিক ভাবে দাঁড়াতেও পারছিল না ও। কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কিছু ক্ষণ সময় লেগেছিল।’’

শ্রেয়স কবে মাঠে ফিরতে পারেন? বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘ম্যাচ ফিট হতে শ্রেয়সের কিছুটা সময় লাগবে। বিসিসিআই ঝুঁকি নিতে চায় না। নির্বাচকেরাও ওকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের জন্য সম্ভবত শ্রেয়সের কথা ভাবা হবে না।’’ অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষ হওয়ার পর দেশে ফেরার কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন শ্রেয়স। অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে নিজের একটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘‘ফিরতে পেরে ভাল লাগছে। সকলের ভালবাসা এবং যত্নের জন্য ধন্যবাদ।’’

Advertisement

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের এক দিনের সিরিজ়। এই সিরিজ়ে শ্রেয়সের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথমে জানা গিয়েছিল, মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে ভারতের এক দিনের দলের সহ-অধিনায়কের। কিন্তু তাঁর মাঠে ফেরা এখনই সম্ভব হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement