India vs England 2025

ওভালে মধ্যাহ্নভোজের আগেই জোড়া নজির শুভমনের, ভাঙলেন সোবার্স-গাওস্করের রেকর্ড, রইল বাকি ১১

ওভাল টেস্টে ১৩টি নজির গড়তে পারেন শুভমন গিল। প্রথম দিন মধ্যাহ্নভোজের আগেই দু’টি রেকর্ড করে ফেললেন। গ্যারি সোবর্সের ৫৯ বছরের পুরনো এবং সুনীল গাওস্করের ৪৫ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:৪৯
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে জোড়া নজির গড়লেন শুভমন গিল। প্রথম দিন মধ্যাহ্নভোজের আগেই দু’টি রেকর্ড গড়লেন ভারতীয় দলের অধিনায়ক। ভাঙলেন গ্যারি সোবার্স এবং সুনীল গাওস্করের নজির।

Advertisement

‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয়) দেশের মাটিতে একটি টেস্ট সিরিজ়ে সফরকারী দেশের অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের নজির গড়লেন শুভমন। ভেঙে দিলেন সোবার্সের রেকর্ড। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭২২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্টে শুভমনও করেন ৭২২ রান। বৃহস্পতিবার ওভালে ১ রান করতেই তাঁর রান হয় ৭২৩। গড়ে ফেলেন নতুন রেকর্ড।

গাওস্করের একটি রেকর্ডও ভাঙলেন শুভমন। ভারতের অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক গাওস্কর। এ দিন ১১ রান করার সঙ্গে সঙ্গে চলতি সিরিজ়ে শুভমনের রান হয় ৭৩৩। তৈরি হয় নতুন নজির।

Advertisement

৫৯ বছর এবং ৪৫ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন শুভমন। ওভালে আরও ১১টি নজির গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। মধ্যাহ্নভোজের বিরতিতে ১৫ রানে অপরাজিত রয়েছেন শুভমন। ২২ গজে তাঁর সঙ্গী সাই সুদর্শন (অপরাজিত ২৫)। ভারতের রান ২ উইকেটে ৭২। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২) এবং লোকেশ রাহুল (১৪) আউট হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement