India vs England 2025

১৩ নজির: ওভাল টেস্টে শুভমনের অপেক্ষায়! কী কী কীর্তি গড়তে পারেন ভারত অধিনায়ক

ইংল্যান্ড সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। ওভালে ১৩টি নজির গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। কোনওটি গড়বেন ব্যাটার হিসাবে। কয়েকটি গড়তে পারেন অধিনায়ক হিসাবেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১০:৩০
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

ওভাল টেস্টে একগুচ্ছ নজিরের সামনে শুভমন গিল। ইংল্যান্ড সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। সিরিজ়ের শেষ টেস্টেও সেই ফর্ম ধরে রাখতে পারলে বেশ কিছু রেকর্ড নিজের নামে করে ফেলতে পারবেন শুভমন।

Advertisement

১) প্রয়োজন ১ রান: ওভাল টেস্টে ১ রান করতে পারলেই গ্যারি সোবার্সের ৫৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেবেন শুভমন। ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয়) দেশের মাটিতে একটি টেস্ট সিরিজ়ে সফরকারী দেশের অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে সোবার্সের দখলে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭২২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার। ম্যাঞ্চেস্টার টেস্ট পর্যন্ত এই সিরিজ়ে শুভমনও করেছেন ৭২২ রান। আর ১ রান করলেই ভেঙে দেবেন সোবার্সের নজির।

২) প্রয়োজন ১১ রান: ভারতের অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়তে আর ১১ রান করতে হবে শুভমনকে। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সুনীল গাওস্কর। ওভালে আর ১১ রান করলেই শুভমনের চলতি সিরিজ়ে রান হবে ৭৩৩।

Advertisement

৩) প্রয়োজন ৩১ রান: ভারত-ইংল্যান্ডের একটি টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে গ্রাহাম গুচের দখলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০ সালে ৭৫২ রান করেছিলেন। ওভাল টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১ রান করতে পারলে গুচের রেকর্ড নিজের নামে করে নেবেন শুভমন।

৪) প্রয়োজন ৫৩ রান: ওভাল টেস্টে ৫৩ রান করতে পারলে গাওস্করের ৫৪ বছরের একটি রেকর্ড ভাঙবেন শুভমন। একটি টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে গাওস্করের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৭৪ রান করেছিলেন তিনি। তাঁর সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে শুভমনের সামনে।

৫) প্রয়োজন ৭৮ রান: ওভাল টেস্টে ৭৮ রান করতে পারলে চলতি সিরিজ়ে শুভমনের রান হবে ৮০০। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজ়ে ৮০০ রানের মাইলফলক স্পর্শ করার নজির গড়বেন শুভমন।

৬) প্রয়োজন ৮৯ রান: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ৮৯ রান করতে পারলে ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ডও ভেঙে দেবেন শুভমন। ১৯৩৬-৩৭ মরসুমে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ় সিরিজ়ে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। যা একটি টেস্ট সিরিজ়ে কোনও দলের অধিনায়কের করা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। শুভমন ৮৯ রান করতে পারলে ব্র্যাডম্যানের ৮৯ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দেবেন।

৭) প্রয়োজন ৮৯ রান: টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে ব্র্যাডম্যানের। ১৯৩৬-৩৭ মরসুমে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮১০ রান করেছিলেন। চলতি সিরিজ়ে শুভমন আর ৮৯ রান করতে পারলে ব্র্যাডম্যানের এই রেকর্ডটিও ভেঙে দেবেন।

৮) প্রয়োজন একটি শতরান: ওভাল টেস্টে একটি শতরান করতে পারলেই ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়বেন শুভমন। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজ়ে পাঁচটি শতরান করার কৃতিত্ব অর্জন করবেন।

৯) প্রয়োজন একটি শতরান: ওভালে একটি শতরান করতে পারলে আরও একটি নজির গড়বেন শুভমন। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের এই মাঠে টেস্ট শতরান করবেন তিনি।

১০) প্রয়োজন একটি শতরান: ওভাল টেস্টের কোনও ইনিংসে শতরান করতে পারলেই বিশ্বরেকর্ড গড়বেন শুভমন। বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে পাঁচটি শতরান করবেন। ব্র্যাডম্যান এবং গাওস্করের রেকর্ড ভেঙে দেবেন তিনি। দু’জনেরই অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি চারটি করে শতরান রয়েছে।

১১) প্রয়োজন একটি শতরান: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে একটি শতরান করতে পারলে আরও একটি বিশ্বরেকর্ড স্পর্শ করবেন শুভমন। এক টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি শতরান করার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে পাঁচটি শতরান করেছিলেন ওয়ালকট। শুভমনের সামনে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক সিরিজ়ে পাঁচটি শতরান করার সুযোগ রয়েছে।

১২) প্রয়োজন ১৭৮ রান: ওভালে দু’ইনিংস মিলিয়ে ১৭৮ রান করতে পারলে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে এক টেস্ট সিরিজ়ে ৯০০ রানের মাইলফলক স্পর্শ করবেন শুভমন। ব্র্যাডম্যান ছাড়া এই নজির রয়েছে শুধু ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের।

১৩) প্রয়োজন ২৫৩ রান: একটা টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড ব্র্যাডম্যানের দখলে। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৭৪ করেছিলেন। শু‌ভমনের সামনে ৯৫ বছরের এই বিশ্বরেকর্ড ভাঙার সুযোগও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement