Ranji Trophy 2025-26

রঞ্জি ট্রফিতে আবার ব্যর্থ শুভমন, হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিশতরান সরফরাজ়ের, চাপ বাড়ল আগরকরদের

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দু’টি অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন শুভমন গিল। কিন্তু রঞ্জি ট্রফির টানা দু’ইনিংসে ব্যর্থ তিনি। অন্য দিকে, দ্বিশতরান সরফরাজ় খানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৬:৪৬
Share:

(বাঁ দিকে) শুভমন গিল এবং সরফরাজ় খান (ডান দিকে)। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না শুভমন গিল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন শুভমন। কিন্তু লাল বলের ক্রিকেটে ফিরে তিনি ব্যর্থ। অন্য দিকে, ভারতীয় দলে ব্রাত্য সরফরাজ় খান দ্বিশতরান করে আবার বার্তা দিলেন অজিত আগরকরদের।

Advertisement

সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন শুভমন। দ্বিতীয় ইনিংসে পঞ্জাব অধিনায়কের ব্যাট থেকে এল ১৪ রান। তাঁর ৩২ বলের ইনিংসে রয়েছে ১টি চার। ৪৮ রানে ২ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন শুভমন। কিন্তু দলকে ভরসা দিতে পারলেন না। সৌরাষ্ট্রের বোলিং আক্রমণের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ১৭২ রান করার পর শুভমনদের প্রথম ইনিংস শেষ হয় ১৩৯ রানে। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র করে ২৮৬ রান। জয়ের জন্য পঞ্জাবের লক্ষ্য ৩২০ রান। সেই রান তাড়া করতে নেমে শুভমনের ব্যর্থতা দলকে আরও চাপে ফেলে দিল। তাঁর ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরেরও।

ভারতীয় দলের অধিনায়ক রান না পেলেও জাতীয় নির্বাচকদের উপর চাপ বাড়ালেন সরফরাজ়। হায়দরাবাদের বিরুদ্ধে ২২৭ রানের আগ্রাসী ইনিংস খেললেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। তাঁর ২১৯ বলের ইনিংসে রয়েছে ১৯টি চার এবং ৯টি ছক্কা। তার মধ্যে মহম্মদ সিরাজের ৩৯টি বল খেলে ৪৫ রান করেছেন সরফরাজ়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি শতরান হয়ে গেল তাঁর। এর আগে বিজয় হজারে ট্রফিতেও মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন সরফরাজ়। গত অস্ট্রেলিয়া সফর থেকে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না সরফরাজ়। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন তিনি।

Advertisement

হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে সরফরাজ়ের দ্বিশতরানের ইনিংস নিশ্চিত ভাবেই চাপ বাড়াবে জাতীয় নির্বাচকদের উপর। ভারতের একাধিক ব্যাটার টেস্ট ক্রিকেটে রান পাচ্ছেন না বেশ কিছু দিন ধরে। তাঁদের মধ্যে অন্যতম অধিনায়ক শুভমন। এই পরিস্থিতিতে সরফরাজ়ের শুক্রবারের ইনিংস তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রিকেটমহলের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement