শুভমন গিল। ছবি: এক্স (টুইটার)।
আগামী দিনে ভারতের ব্যাটিং লাইন আপের ভরসা হিসাবে চিহ্নিত করা হচ্ছে তিন জনকে। অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। তিন জনেই আদতে ওপেনার। শুভমন টেস্টে তিন নম্বরে ব্যাট করলেও সাদা বলের ক্রিকেটে ইনিংস শুরু করেন। ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে তিন জনের মধ্যে লড়াই থাকা স্বাভাবিক। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে শুভমনের দাবি, তাঁর সঙ্গে কারও লড়াই নেই। এক দিনের সিরিজ়ের আগে আরও নানা বিষয়ে কথা বলেছেন শুভমন।
অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে লড়াই
ভারতীয় দলে অভিষেক এবং যশস্বীর থেকে সিনিয়র শুভমন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলের সহ-অধিনায়ক। স্বাভাবিক ভাবেই তাঁর প্রথম একাদশে থাকা নিশ্চিত। এখনও এক দিনের ম্যাচে অভিষেক না হওয়া যশস্বীকে হয়তো অপেক্ষা করতে হবে। কারণ শুভমনের সঙ্গে দলের ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মা। তবে রান না পেলে আগামী দিনে সমস্যা হতেই পারে শুভমনের। জায়গা ধরে রাখার ক্ষেত্রে তাঁর মূল লড়াই যশস্বীর সঙ্গেই। টি-টোয়েন্টি সিরিজ়ের পর আলোচনায় উঠে এসেছেন অভিষেকও।
শুভমনের দাবি, অভিষেক বা যশস্বীর সঙ্গে তাঁর কোনও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা নেই। দু’জনকেই ঘনিষ্ঠ বন্ধু হিসাবে চিহ্নিত করেছেন তিনি। এক সাক্ষাৎকারে শুভমন বলেছেন, ‘‘ছোট থেকে অভিষেক আর আমি বন্ধু। যশস্বীও খুব ভাল বন্ধু আমার। আমাদের মধ্যে কোনও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে বলে মনে হয় না। দেশের হয়ে মাঠে নামলে সকলে ভাল খেলতে চায়। আমিও ব্যতিক্রম নই। সব ম্যাচে ভাল খেলাই লক্ষ্য থাকে।’’ শুভমন আরও বলেছেন, ‘‘ওরা বা ওদের কেউ খারাপ খেলুক এমন কখনও চাইব না। কারণ ওরাও দেশের হয়ে খেলছে। দেশের জন্য লড়াই করছে। সব সময় শুভেচ্ছা থাকবে। সাফল্য পেলে অবশ্যই অভিনন্দন জানাব।’’ উল্লেখ্য, অভিষেকের সঙ্গে শুভমন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এবং পঞ্জাবের হয়ে খেলেছেন।
সহ-অধিনায়কের দায়িত্ব
চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় সহ-অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে শুভমনকে। রোহিত কোনও কারণে মাঠে না থাকলে, তাঁকেই সামলাতে হবে গুরুদায়িত্ব। দলে হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আয়ারের মতো সিনিয়র ক্রিকেটারেরা থাকতেও তাঁকে দায়িত্ব দিয়েছেন জাতীয় নির্বাচকেরা। আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেওয়া শুভমন আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘‘এটাকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছি। আমি আমার মতো করে দায়িত্ব পালনের চেষ্টা করব। প্রথম লক্ষ্য থাকবে ভাল পারফর্ম করা। রোহিত ভাই আমার পরামর্শ চাইলে, নিশ্চই চেষ্টা করব সাহায্য করার। আমার চিন্তা-ভাবনাগুলো রোহিত ভাইকে জানানোটাও দায়িত্বের মধ্যে পড়ে।’’ ক্রিকেট মহলের একাংশ মনে করছে, খুব বেশি দিন হয়তো এক দিনের ক্রিকেট খেলবেন না রোহিত। তিনি অবসর নিলে শুভমনকেই এক দিনের দলের স্থায়ী অধিনায়ক করা হতে পারে।
রোহিত শর্মার ফর্ম
বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে যাচ্ছে না রোহিতকে। শুভমন কিন্তু উদ্বেগের কিছু দেখছেন না অধিনায়ককে নিয়ে। তিনি বলেছেন, ‘‘গত এক-দেড় বছর রোহিত ভাই এক দিনের ক্রিকেটে যে ভাবে ব্যাট করছে, তা সবাই দেখেছে। অনেক ম্যাচের ফল আমাদের পক্ষে এনে দিয়ে রোহিত ভাইয়ের ইনিংস। রোহিত ভাই ইনিংসের শুরুতেই একটা গতি স্থির করে দেয়। প্রথম বল থেকে ম্যাচটা আমাদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করে। তাতে ২২ গজের সঙ্গীর জন্যও কাজটা সহজ হয়ে যায়। রোহিত ভাইয়ের আগ্রাসী ব্যাটিং আমাদের বাড়তি পাওনা।’’
অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা
কথা প্রসঙ্গে উঠে এসেছে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার প্রসঙ্গও। শুভমন বলেছেন, ‘‘আমরা যে ভাবে খেলতে চেয়েছিলাম, অস্ট্রেলিয়া সে ভাবে পারিনি। তবু আমার মনে হয়, আমাদের খেলায় কিছু ইতিবাচক দিকও ছিল। আমরা সিরিজ় ড্র করতে পারতাম। হয়তো জিততেও পারতাম। অনেক কিছু আমাদের পক্ষে আসেনি ওই সিরিজ়ে।’’
ভারতীয় দলের সমালোচনা
একটা সফরের ব্যর্থতায় সমালোচনা মানতে পারছেন না শুভমন। ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘‘মনে হয় না একটা সিরিজ়ের ব্যর্থতার জন্য এত সমালোচনা প্রাপ্য ছিল। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। তার আগে এক দিনের বিশ্বকাপের ফাইনালও খেলেছি। সেই পারফরম্যান্সগুলোও মনে রাখা উচিত।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়কে গুরুত্ব দিচ্ছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। এই সিরিজ়টাকে আমরা এক দমই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে দেখছি না। আমাদের কাছে এই সিরিজ়ের আলাদা গুরুত্ব রয়েছে। আমরা দাপুটে ক্রিকেট খেলেই জিততে চাই।’’