Smriti Mandhana

টি-টোয়েন্টিতে প্রথম শতরান স্মৃতির, ওপেনিং জুটির বিশ্বরেকর্ড, ইংল্যান্ডকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারাল ভারত

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতের মহিলা দল। জিতল ৯৭ রানে। স্মৃতি মন্ধানার শতরান এবং শ্রী চরণীর বোলিং জেতাল ভারতকে। ওপেনিং জুটিতেও বিশ্বরেকর্ড হল এ দিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ২২:০৯
Share:

শতরানের পর উচ্ছ্বাস স্মৃতির। ছবি: পিটিআই।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতের মহিলা দল। জিতল ৯৭ রানে। স্মৃতি মন্ধানার শতরান এবং শ্রী চরণীর বোলিং জেতাল ভারতকে। ওপেনিং জুটিতেও বিশ্বরেকর্ড হল এ দিন। সব মিলিয়ে, টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটা ভালই হল ভারতের কাছে। ভারতের তোলা ২১০/৫-এর জবাবে ইংল্যান্ড শেষ ১১৩ রানে।

Advertisement

অসুস্থ থাকায় এই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর জায়গায় নেতৃত্ব দেন স্মৃতি। টসে জিতে বোলিং নেয় ইংল্যান্ড। এ ভাবে দাপুটে ব্যাটিং দেখা যাবে তা কল্পনাও করতে পারেননি ইংরেজ বোলারেরা। শুরু থেকে আগ্রাসী খেলতে থাকেন স্মৃতি। প্রথম ওভারেই বাউন্ডারি মেরে শুরু করেন। উল্টো দিকে থাকা শেফালি বর্মার সমস্যা হচ্ছিল রান করতে। তাই পাওয়ার প্লে-তে মাত্র ৪৭ রান ওঠে। তবে স্মৃতি একাই খেলে যান। সোফি একলেস্টোনের ওভারে দু’টি ছয় মেরে ১৯ রান নেন। ২৭ বলে অর্ধশতরান করেন স্মৃতি।

শেফালি ফেরার পর হরলীন দেওল চালিয়ে খেলতে থাকেন। স্মৃতি পেয়ে যান যোগ্য সঙ্গী। দুই ব্যাটার দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন। ৫১ বলে শতরান পূরণ করেন স্মৃতি। টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম শতরান। এই ফরম্যাটে কেবল হরমনপ্রীতেরই শতরান ছিল। শনিবার সেই তালিকায় যোগ হল স্মৃতির নাম। শেষ পর্যন্ত ৬২ বলে ১১২ রান করে একলেস্টোনের বলে আউট হন স্মৃতি।

Advertisement

শেফালি ভাল খেলতে না পারলেও স্মৃতির সঙ্গে ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড হয়ে গিয়েছে। টি-টোয়েন্টিতে এই নিয়ে ২১ বার ৫০ বা তার বেশি রানের জুটি গড়লেন স্মৃতি-শেফালি। টপকে গেলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি-বেথ মুনির জুটিকে।

ইংল্যান্ডের ন্যাট শিভার ব্রান্ট বাদে আর কেউ ন্যূনতম লড়াইটুকু করতে পারেননি। সাজঘর থেকে আসা-যাওয়ার পালা দেখা গিয়েছে গোটা ম্যাচে। ক্রিজ়ে পড়ে থাকার ধৈর্য দেখা যায়নি কোনও ইংরেজ ব্যাটারের মধ্যেই। চরণী ৩.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন। দু’টি করে উইকেট দীপ্তি শর্মা এবং রাধা যাদবের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement