india cricket

Sourav Ganguly: ন’মাসে আট অধিনায়ক! কেন বার বার বদল, জবাব দিলেন বোর্ড সভাপতি সৌরভ

প্রায় প্রতিটি সিরিজে বদল করা হচ্ছে অধিনায়ক। কারণ কী? কোনও আলাদা বার্তা কি দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড? কী বললেন সৌরভ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৫:৩৫
Share:

অধিনায়ক বদল নিয়ে বেশি ভাবছেন না সৌরভ ফাইল চিত্র

বিরাট কোহলী অধিনায়কত্ব ছাড়ার পরে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। কিন্তু ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে গত ন’মাসে মোট আট জন ক্রিকেটার অধিনায়কের দায়িত্ব সামলেছেন। প্রায় প্রতিটি সিরিজে অধিনায়ক বদল করা হচ্ছে। কেন বার বার এত বদল? জবাব দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে সৌরভকে এত বার অধিনায়ক বদল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘‘তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক রোহিত। কিন্তু সবাই এত খেলছে যে চোট-আঘাত লাগতেই পারে। তাই বিশ্রাম দিতেই হবে। সেই কারণেই অধিনায়ক বদলাচ্ছে। নতুন ক্রিকেটাররা দায়িত্ব নিচ্ছে। তাতে অবশ্য আমাদের কোনও সমস্যা হচ্ছে না। কারণ, ভারতে এখন অন্তত ৩০ জন ক্রিকেটার রয়েছে যারা জাতীয় দলে খেলার যোগ্য।’’

অধিনায়ক বদল নিয়ে সৌরভ যাই বলুন না কেন, এই সিদ্ধান্তকে মানতে পারছেন না অনেক প্রাক্তন ক্রিকেটার। তাঁদের দাবি, এ ভাবে বার বার নেতৃত্বে বদল করা হলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে। কারণ, বার বার আলাদা আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলতে সমস্যা হতে পারে ক্রিকেটারদের। সেটা কখনওই কাম্য নয়।

Advertisement

রোহিতকে অধিনায়ক করার পরে লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, অজিঙ্ক রহাণে, হার্দিক পাণ্ড্য, শিখর ধবন ভারতীয় দলকে নেতৃত্বে দিয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তো প্রথমে ধবনকে অধিনায়ক করে পরে তাঁর জায়গায় রাহুলকে অধিনায়ক করা হয়েছে। এই সিদ্ধান্তেরও সমালোচনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement