Mamata Banerjee

অমিতবাবুর ছেলে থেকে গেলেন আর সৌরভ বাদ! বাংলার দাদার হয়ে এ বার ব্যাট ধরলেন বাংলার দিদি

সৌরভকে আইসিসিতে পাঠানোর দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন তিনি। বিসিসিআই থেকে সৌরভকে সরিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন তুললেন মমতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৪:১৪
Share:

অমিত-পুত্রের প্রসঙ্গ তুলে সৌরভের পাশে মুখ্যমন্ত্রী। ফাইল ছবি।

বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর লড়তে না পারা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সৌরভকে নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই, কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’

একটু থেমে মমতা জানান, এই বঞ্চনা পুষিয়ে দেওয়ার একমাত্র উপায় হল সৌরভকে আইসিসিতে পাঠানো। তিনি বলেন, ‘‘জগমোহন ডালমিয়া, শরদ পওয়াররা আইসিসিতে গিয়েছিলেন। সৌরভও আইসিসিতে প্রতিনিধি ছিল। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।’’

Advertisement

কোনও রকম রাজনীতি না করে দেশের ক্রিকেটের স্বার্থে পদক্ষেপ করার অনুরোধ কেন্দ্রের কাছে করেছেন মমতা। তিনি বলেন, ‘‘সৌরভকে নিয়ে আমরা গর্বিত। সৌরভ দেশের গর্ব। যারা ক্রিকেট খেলে, সেই সব দেশ সৌরভকে চেনে। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই জন্যই কি ওকে সরিয়ে দেওয়া হল? সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না। কোনও রকম প্রতিহিংসা দেখাবেন না। খেলার স্বার্থে সিদ্ধান্ত নিন।’’

প্রসঙ্গত, সৌরভ আইসিসিতে যাবেন কি না, তা পরিষ্কার হয়ে যাবে ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে। তবে তিনি যে বাংলার ক্রিকেট সংস্থার নির্বাচনে লড়তে চান, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ‘মহারাজ’। শনিবার সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, “হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।” সৌরভ এ দিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তাঁর জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন