India A loses to South Africa A

চতুর্থ ইনিংসে ৪১৭ রান তাড়া করে জয় দক্ষিণ আফ্রিকার, বিধ্বস্ত সিরাজ, আকাশদীপেরা, সিরিজ় শুরুর আগে হুঁশিয়ারি প্রোটিয়াদের

ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ ভারত এ দল হেসেখেলে জিতবে বা ড্র করবে মনে করা হয়েছিল, সেটাই হেরে মাঠ ছাড়তে হল। মহম্মদ সিরাজ, আকাশদীপ, কুলদীপ যাদবের বোলিং খেলতে সমস্যাই হল না প্রোটিয়াদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৪
Share:

আকাশদীপ (বাঁ দিকে) এবং মহম্মদ সিরাজ, যাঁরা রবিবার নিষ্ক্রিয় থাকলেন। ছবি: পিটিআই।

শুক্রবার থেকে প্রথম টেস্ট শুরু। তার আগে ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ ভারত এ দল হেসেখেলে জিতবে বা ড্র করবে মনে করা হয়েছিল, সেটাই হেরে মাঠ ছাড়তে হল। দ্বিতীয় বেসরকারি টেস্টের চতুর্থ ইনিংসে ৪১৭ রান তাড়া করে জিতে গেল দক্ষিণ আফ্রিকা এ দল। মহম্মদ সিরাজ, আকাশদীপ, কুলদীপ যাদবের বোলিং খেলতে সমস্যাই হল না প্রোটিয়াদের।

Advertisement

বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে খেলা হচ্ছে। এ দিন প্রোটিয়া ব্যাটারদের কেউ শতরান করতে পারেননি। তবে অর্ধশতরান করেছেন জর্ডান হারমান, লেসেগো সেনোকওয়ানে, জুবেইর হামজ়া, টেম্বা বাভুমা এবং কনর এস্তারহুইজ়েন। ৯৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা এ দল।

দক্ষিণ আফ্রিকা এ-র হয়ে সর্বোচ্চ রান হারমানের। তিনি ১২৩ বলে ৯১ রান করেন। সেনোকওয়ানে এবং হামজ়া দু’জনেই ৭৭ রান করেছেন। বাভুমা করেন ১০১ বলে ৫৯ রান। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দলের জয়ে অবদান রেখে গেলেন। খেলা শেষ করে আসেন এস্তারহুইজ়েন।

Advertisement

ভারতীয় বোলারদের খুঁজেই পাওয়া যায়নি দ্বিতীয় ইনিংস ইনিংসে। সিরাজ ১৭ ওভার বল করে ৫৩ রানে ১ উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ১৫ ওভারে ৪৯ রানে ২ উইকেট নিয়েছেন। কুলদীপ ১৭ ওভার বল করে ৮১ রানে দিলেও উইকেট পাননি। বেঙ্গালুরুর পিচে অনায়াসে তাঁর বোলিং খেলেছেন প্রোটিয়া ব্যাটারেরা। আকাশদীপ ২২ ওভার বল করে ১০৬ রান দিয়ে মাত্র ১টি উইকেট পেয়েছেন। সবচেয়ে বেশি রান দিয়েছেন হর্ষ দুবে। তিনি ২৫ ওভার বল করে ১১১ রানে ১ উইকেট নিয়েছেন। এক ওভার করে বল করানো হয় সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কলকে দিয়েও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement