India vs South Africa 2025

কেকেআরের ছেড়ে দেওয়া পেসার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে, রোহিত-কোহলিদের বিরুদ্ধে সিরিজ়ের দল ঘোষণা প্রোটিয়াদের

শুক্রবার সীমিত ওভারের সিরিজ়ের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি দলে ফেরানো হল কেকেআরের ছাঁটাই করা ৬.৫ কোটির পেসারকে। এক দিনের দলেও পেসারদের রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২২:৫৯
Share:

টেম্বা বাভুমা। ছবি: পিটিআই।

শনিবার থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। তার এক দিন আগে, শুক্রবার সীমিত ওভারের সিরিজ়ের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি দলে ফেরানো হল কেকেআরের ছাঁটাই করা ৬.৫ কোটির পেসারকে। এক দিনের দলেও পেসারদের রাখা হয়েছে।

Advertisement

এক দিনের দলে জায়গা ধরে রেখেছেন কুইন্টন ডি’কক। তবে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। অবসর নেওয়ার পর ফিরে এসে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন ডি’কক। তারই পুরস্কার পেয়েছেন তিনি। জায়গা ধরে রেখেছেন উইকেটকিপার রুবিন হারমানও। বাভুমা চোটের কারণে পাকিস্তানের সঙ্গে খেলেননি। এ বার তিনি ফিরলেন অধিনায়ক হিসাবেও।

দলে রয়েছেন করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, এডেন মার্করামের মতো ক্রিকেটার। এক দিনের ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। একে ভারত। তবে দু’বছর পর দেশের মাটিতে হতে চলা বিশ্বকাপের কথা ভেবে দাপুটে পারফরম্যান্স উপহার দিতে মরিয়া প্রোটিয়ারা। এই সিরিজ়ে ভারতের হয়ে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদেরও বেগ দিতে চায় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার এক দিনের দল। ছবি: সমাজমাধ্যম।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন অনরিখ নোখিয়া। গত বার কেকেআর তাঁকে ৬.৫ কোটি টাকায় কিনলেও নিলামের আগে ছেড়ে দিয়েছে। নিজের প্রতিভার সুবিচার করার জন্য মুখিয়ে থাকবেন তিনি। শেষ বার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪-এর বিশ্বকাপ ফাইনালে। ১৫ উইকেট নিয়েছিলেন সেই প্রতিযোগিতায়। তবে এক দিনের দলে রাখা হয়নি নোখিয়াকে।

রায়ান রিকেলটন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। নেওয়া হয়েছে ডি’কককে। পাশাপাশি ব্যাটিং শক্তিশালী করতে দলে এসেছেন রিজ়া হেনড্রিক্সও। ডেভিড মিলারও ফিরেছেন।

এক দিনের সিরিজ় হবে ৩০ নভেম্বর, ৩ এবং ৭ ডিসেম্বর, যথাক্রমে রাঁচী, রায়পুর এবং বিশাখাপত্তনমে। পাঁচটি টি-টোয়েন্টি হবে ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ ডিসেম্বর। যথাক্রমে কটক, মুল্লানপুর, ধরমশালা, লখনউ এবং অহমদাবাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement