India vs South Africa 2025

যারা খেলবে তারাই জেতাবে, প্রত্যয়ী রাবাডা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিয়োয় রাবাডা জানিয়েছেন, দলের ক্রিকেটারদের বিশ্বাসই তাঁদের জয়ের অন‌্যতম কারণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৮:২১
Share:

কাগিসো রাবাডা। ফাইল চিত্র।

পাঁজরের চোটের কারণে ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডা। ৩০ রানে ভারতকে হারানোর পরে রাবাডা জানিয়েছেন, দলে যাঁরাই থাকুন না কেন, তাঁরা জয়ের রাস্তা ঠিকই খুঁজে বার করবেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিয়োয় রাবাডা জানিয়েছেন, দলের ক্রিকেটারদের বিশ্বাসই তাঁদের জয়ের অন‌্যতম কারণ। রাবাডার কথায়, “যত বড় ক্রিকেটারই বাইরে থাকুক, আমরা জয়ের রাস্তা ঠিক খুঁজে বার করবই। টেম্বা আমাদের দলের অপরিহার্য সদস‌্য। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ও ছিল না। আমরা ওকে ছাড়াই টেস্টে জিতেছি। ইডেনে আমি খেলতে পারিনি। দলের তাতে জয় পেতে কোনও অসুবিধা হয়নি।” তাঁর সংযোজন, “দলে যে ক্রিকেটারই থাকুক না কেন, আমরা বিশ্বাস করি, সে নিজের কাজ ঠিক ভাবে করে আসবে।”

গুয়াহাটিতে রাবাডার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে তাঁর বিশ্বাস, সিরিজ় ২-০ হবে। ইডেনের জয়কে সাম্প্রতিক সময়ে অন‌্যতম সেরা জয় বলতেও দ্বিধাবোধ করছেন না। রাবাডার মন্তব্য, “আমি এই জয়কে প্রথম তিনে রাখব। টেস্ট ক্রিকেটের প্রকৃষ্ট উদাহরণ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন