ICC Women T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের সিরিজ়ে খেলবেন হরমনপ্রীত-মন্ধানারা

ভারতের মহিলা ক্রিকেট দল এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপকেও গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। হরমনপ্রীত কৌরদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না বোর্ড কর্তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬
Share:

(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী জুন মাসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের প্রস্তুতির কথা মাথায় রেখে অতিরিক্ত একটি পাঁচ ম্যাচের সিরিজ় আয়োজন করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন হরমনপ্রীতেরা।

Advertisement

ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম বার এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিসিসিআই কর্তারা। হরমনপ্রীতের দলের প্রস্তুতির যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করছেন তাঁরা। তাই পূর্ব নির্ধারিত সূচির বাইরে আরও একটি সিরিজ়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী এপ্রিলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন হরমনপ্রীতেরা। সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ হবে ডারবানে। ১৭ এবং ১৯ এপ্রিল হবে ম্যাচ দু’টি। সিরিজ়ের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ হবে জোহানেসবার্গে ২২ এবং ২৫ এপ্রিল। ২৭ এপ্রিল সিরিজ়ের পঞ্চম ম্যাচটি হবে বেনোনিতে।

দক্ষিণ আফ্রিকার আগে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল। সেখানে তিন ধরনের ক্রিকেটই খেলবেন তাঁরা। তিনটি টি-টোয়েন্টি, তিনটি এক দিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে দু’দল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবেন হরমনপ্রীতেরা। বিশ্বকাপে ভারতের সঙ্গে গ্রুপ ওয়ানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং যোগ্যতা অর্জনকারী দু’টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং একটি টেস্ট খেলার কথা রয়েছে হরমনপ্রীত, মন্ধানাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement