(বাঁ দিকে) উইয়ান মুল্ডার ও ব্রায়ান লারা (ডান দিকে)। —ফাইল চিত্র।
অক্ষত থেকে গিয়েছে তাঁর বিশ্বরেকর্ড। টেস্টে তাঁর ৪০০ রানের রেকর্ড অক্ষত রাখতে ৩৬৭ রানে ডিক্লেয়ার দিয়েছেন উইয়ান মুল্ডার। অথচ মুল্ডারের এই সিদ্ধান্তে হতাশ বিশ্বরেকর্ডের মালিক ব্রায়ান লারা। তাঁর মতে, মুল্ডারের ডিক্লেয়ার করা উচিত হয়নি। রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল। কারণ, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই।
লারার এই কথা প্রকাশ্যে এনেছেন মুল্ডার নিজেই। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সেই ইনিংসের পর লারার সঙ্গে কথা হয়েছে তাঁর। একটা সাক্ষাৎকারে মুল্ডার বলেন, “এখন বিষয়টা একটু থিতিয়েছে। তাই বলছি। লারার সঙ্গে আমার কথা হয়েছে। উনি হতাশ। উনি বলেছেন, আমার উচিত ছিল রেকর্ড ভাঙার চেষ্টা করা। কারণ, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। উনি আরও বলেছেন, যদি কোনও দিন আবার আমি ওঁর রেকর্ড ভাঙার সুযোগ পাই, তা হলে যেন তা ভাঙার চেষ্টা করি।”
শুধু লারা নন, একই কথা শোনা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের আর এক প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলের মুখে। তাঁর মতে, মুল্ডার বোকার মতো সিদ্ধান্ত নিয়েছেন। ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ কেরিয়ারে এক বারই আসে। সেটা হেলায় হারিয়েছেন মুল্ডার। তিনি ভয় পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন গেইল। এ বার লারাও তাঁর এই সিদ্ধান্তে নিজের হতাশার কথা জানালেন।
তবে তার পরেও নিজের সিদ্ধান্তে অনড় মুল্ডার। তাঁর মতে, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। মুল্ডার বলেন, “লারা নিজের মনের কথা বলেছেন। কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে ক্রিকেটকে সম্মান জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সেটাই করেছি। পরে সুযোগ পেলে আবার সেটাই করব।”
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়। তাই অধিনায়ক টেম্বা বাভুমা-সহ দক্ষিণ আফ্রিকার প্রথম দলের আট জন ক্রিকেটার যাননি। সেই কারণে মুল্ডারকে অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসেই বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু তা তিনি করেননি। মুল্ডারের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটবিশ্ব দ্বিধাবিভক্ত। সেই তালিকায় যুক্ত হলেন বিশ্বরেকর্ডের মালিক লারা নিজেই।