Jorich van Schalkwyk Beats Vaibhav Suryavanshi

১৫৩ বলে ২১৫! দ্বিতীয় বৈভবের আবির্ভাব, ছোটদের ক্রিকেটে প্রথম দ্বিশতরান দক্ষিণ আফ্রিকার ব্যাটারের

ছোটদের এক দিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করার লক্ষ্য ছিল বৈভব সূর্যবংশীর। তাকে হারিয়ে দিলেন জোরিখ ভ্যান শালকুইক। ছোটদের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ২১:৪৯
Share:

বৈভব সূর্যবংশী। তাঁকে ছাপিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। —ফাইল চিত্র।

রেকর্ড গড়া হল না বৈভব সূর্যবংশীর। প্রথম ক্রিকেটার হিসাবে ছোটদের এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করা হল না ভারতের ১৪ বছরের ব্যাটারের। তাকে হারিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ভ্যান শালকুইক। ছোটদের এক দিনের ম্যাচে প্রথম দ্বিশতরান করলেন তিনি।

Advertisement

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের ম্যাচে দ্বিশতরান করেন এই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার। ওপেন করতে নেমে ১৫৩ বলে ২১৫ রান করেন তিনি। ১৯ চার ও ছ’টা ছক্কা মারেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ৩৮৫ রান করে দক্ষিণ আফ্রিকা। ছোটদের এক দিনের ক্রিকেটে এটা এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক রান। তিন দিন আগেই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন শালকুইক। এ বার দ্বিশতরান করলেন তিনি।

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে গিয়েছিল বৈভব। তার সামনে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল। শুভমনের সেই ইনিংস দেখে অবাক হয়েছিল বৈভব। সে জানিয়েছিল, এক দিনের ক্রিকেটে সে-ও ২০০ রানের ইনিংস খেলতে চায়। কিন্তু তার সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। তার আগেই শালকুইক দ্বিশতরান করলেন।

Advertisement

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে বৈভবকে। মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছে সে। আইপিএলে রাজস্থান রয়্যালস তাকে কিনেছে। ১৩ বছর বয়সেই কোটিপতি ক্রিকেটার হয়েছে বিহারের ছেলে। আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছে বৈভব। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও ভাল খেলছে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে কয়েক দিন আগে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছে বৈভব। কিন্তু প্রথম ক্রিকেটার হিসাবে ছোটদের ক্রিকেটে তার দ্বিশতরান করার স্বপ্নপূরণ হল না। তাকে হারিয়ে দিলেন শালকুইক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement