পুত্র অগস্ত্যের সঙ্গে হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
ব্যাট করতে নেমে একের পর এক চার-ছক্কা মারেন হার্দিক পাণ্ড্য। তাঁর ব্যাটে লেগে বল উড়ে যায় বাউন্ডারির বাইরে। সাধারণত ভারী ব্যাট নিয়ে খেলেন হার্দিক। তাঁর ব্যাট দেখে সেটা বোঝা যায়। তবে তিনি কোন ব্যাটে খেলবেন তা বেছে দেয় হার্দিকের পাঁচ বছর বয়সি পুত্র অগস্ত্য। পুত্রের সঙ্গে ব্যাটিং নিয়ে আলোচনাও হয় হার্দিকের।
নিজের ইনস্টাগ্রামে পুত্রের সঙ্গে একটা ভিডিয়ো দিয়েছেন হার্দিক। ক্যাপশনে হার্দিক লেখেন, ‘আমার ঘরের ক্রিকেট বিশেষজ্ঞ অগস্ত্য আমার ব্যাট বেছে দিল।’ ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেশ কয়েকটা ব্যাট নিয়ে ওজন করছেন হার্দিক। সঙ্গে রয়েছে অগস্ত্য। একটা ব্যাট ওজন করে হার্দিক বলেন, “এটার ওজন ১ কেজি ১৫৪ গ্রাম।” তার পর আর একটা ব্যাট ওজন করেন তিনি। ওজন দেখে অগস্ত্য বলে, “এটার ওজন আরও বেশি।” তা শুনে হার্দিক বলেন, “তুমি ঠিকই বলেছ। আমি ভারী ব্যাটে খেলতে ভালবাসি।” অগস্ত্য শুনে বলে, “আমিও তাই। ভারী ব্যাটে মারলে বল খুব জোরে যায়।” সেটা শুনে হার্দিকের মুখে হাসি ফোটে।
তার পর পুত্রের সঙ্গে ক্রিকেট নিয়েও আলোচনা হয় হার্দিকের। তিনি বলেন, “শুধু ব্যাটের ওজন নয়, কী ভাবে খেলছ সেটাও গুরুত্বপূর্ণ। খুব দায়িত্ব নিয়ে খেলতে হয়।” তখন অগস্ত্য বলে, “হ্যাঁ, আমি সব সময় হালকা হাতে খেলি। ব্যাট নিয়ে এক জায়গায় রাখি।” হাতের সাহায্যেই ব্যাটের ভঙ্গি দেখায় সে। অগস্ত্যের ব্যাট করার ধরন দেখে বোঝা যায় সে বাঁহাতি। সেটা দেখে অগস্ত্যের সঙ্গে হাত মেলান হার্দিক।
ভারতের হয়ে এখন সাদা বলের ক্রিকেট খেলতেই দেখা যায় হার্দিককে। ভারত এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলছে। ফলে হার্দিক বিশ্রামে রয়েছেন। আপাতত দু’মাস ভারতের সাদা বলের ক্রিকেট নেই। সেপ্টেম্বরে এশিয়া কাপ হলে সেখানে খেলতে পারেন হার্দিক। তার আগে বিশ্রামেই রয়েছেন তিনি। পুত্রের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার।
২০২০ সালে হার্দিক ও তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচের পুত্রসন্তান হয়। তার পর অবশ্য নাতাশার সঙ্গে হার্দিকের সম্পর্কের অবনতি হয়। দু’জনের বিবাহবিচ্ছেদ হয়। তার পরেও পুত্রের সঙ্গে হার্দিক সময় কাটান। আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন ও স্টেডিয়ামে খেলার সময় যেত অগস্ত্য। এ বার হার্দিকের ব্যাটের ওজনও পরীক্ষা করে দেখল সে।